West Bengal Government Employees: ডিএ নিয়ে সবচেয়ে জরুরি তথ্য! কত জন সরকারি কর্মী পাবেন ডিএ? কত জন পেনশনভোগী পাবেন এই অর্থ? কত টাকা পাবেন? জানুন
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
West Bengal Government Employees: রাজ্য সরকার সূত্রে খবর, এই ডিএ-র সুবিধা প্রায় ১০ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশন প্রাপকরা পেতে চলেছেন।
রাজ্য সরকারি কর্মচারীদের আপাতত ২৫ শতাংশ বকেয়া মহার্ঘভাতা অর্থাৎ ডিএ দিয়ে দিতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। চার সপ্তাহের মধ্যে সকল কর্মচারীকে এই পরিমাণ ডিএ দিতে বলা হয়েছে। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ এমন নির্দেশ দিয়েছে। আগামী অগাস্ট মাসে এই মামলার পরবর্তী শুনানি হবে।
advertisement
advertisement
যদিও অর্থ দফতরের তরফে ব্যাখ্যা দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টের এই রায়ের কপি আপলোড হওয়ার পরেই গোটা বিষয়টি স্পষ্ট হবে। কেন্দ্র ও রাজ্যের মধ্যে বর্তমানে মহার্ঘ্য ভাতার ফারাক রয়েছে ৩৭ শতাংশ। তবে সেই মহার্ঘভাতার ফারাকের সঙ্গে সুপ্রিম কোর্টের এই রায়ের সে অর্থে কোনও সম্পর্ক নেই বলেই দাবি করছে নবান্ন।
advertisement
advertisement
এদিকে, ''সুপ্রিম কোর্ট রায়ের ক্ষেত্রে বলেছে, ২৫ শতাংশ বকেয়া DA দিতে হবে। ১৯৮০-৮১ সাল থেকে কেন্দ্রীয় সরকারের হারে DA পেয়ে আসছিল। কিন্তু ২০০৯ সাল থেকে পার্থক্য শুরু হয়। আমরা ২০০৯ সালে পে কমিশনের কাছে আবেদন করেছিলাম। ১ জানুয়ারি থেকে ১ জুলাই এরিয়াল পাব। ২০২৩ সালে সংগ্রামী যৌথ মঞ্চ তৈরি হয় এবং তখন থেকে এই মামলা নিয়ে আমরা আওয়াজ তুলেছি। সরকারি কর্মচারীরা আমাদের কাছে আবেদন করেন এই মামলায় যুক্ত হওয়ার জন্য। সুপ্রিম কোর্ট আমাদের বলার সুযোগ দিয়েছে।''
advertisement
প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট প্রথমে জানিয়েছিল, বকেয়া ডিএ-র ৫০ শতাংশ দিয়ে দিতে হবে রাজ্যকে। বিচারপতি করোল বলেন, ''এই মামলায় ট্রাইব্যুনাল কোর্ট, হাই কোর্টের ডিভিশন বেঞ্চ, সব জায়গার রায় আমরা খতিয়ে দেখেছি। সব ক্ষেত্রেই ডিএ-র পক্ষে রায় দেওয়া হয়েছে।’’ কিন্তু রাজ্যের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি জানান, ৫০ শতাংশ বকেয়া ডিএ দেওয়া এখনই সম্ভব নয়। তা হলে রাজ্য চালানো যাবে না। তখন আদালত জানায়, অন্তত ২৫ শতাংশ বকেয়া ডিএ চার সপ্তাহের মধ্যে দিতেই হবে রাজ্য সরকারকে। বাকি বকেয়া ডিএ নিয়ে চূড়ান্ত শুনানি হবে অগাস্টে।''
advertisement
advertisement
advertisement
যদিও এই মামলার চূড়ান্ত ফয়সালা এখনও হয়নি। আগামী অগাস্টে হবে এই মামলার পরবর্তী শুনানি। শুক্রবার শুনানিতে বিচারপতি সঞ্জয় করোল বলেন, ''আমরা সরকারের তরফের নোট পড়েছি। আমরা স্যাট সহ আদালতের সব রায়ও পড়েছি। সত্যি বলতে আমরা রায়ে হস্তক্ষেপ করতে খুব একটা আগ্রহী নই। আপনারা (সরকারকে) আপাতত ৫০% বকেয়া মেটান।''
advertisement
advertisement
২০২২ সালের ২৮ নভেম্বর রাজ্যের ডিএ মামলা প্রথম বার সুপ্রিম কোর্টে উঠেছিল। আদালত জানিয়েছিল, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বিস্তারিত শুনানি প্রয়োজন। সময় নিয়ে সব পক্ষের বক্তব্য শোনা হবে। তবে সময়ের অভাবে মামলাটির পূর্ণাঙ্গ শুনানি আর হয়ে ওঠেনি। কখনও রাজ্য সরকারের আইনজীবীর অনুরোধে, কখনও অন্য কোনও কারণে আড়াই বছর ধরে বার বার পিছিয়েছে ডিএ শুনানি। অবশেষে সরকারি কর্মীদের মুখে হাসি ফুটল শুক্রবার।
advertisement