গতকালের চেয়ে ফের বাড়ল রাজ্যের করোনাভাইরাসে দৈনিক আক্রান্তের সংখ্যা (West Bengal Coronavirus Update)। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত একদিনে বাংলায় কোভিড ১৯ পজিটিভ হয়েছেন ৮৮৪ জন (West Bengal Coronavirus Update)। গতকাল সংখ্যাটা ছিল ৭৩৬।
2/ 6
এ নিয়ে রাজ্যের মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ৮ হাজার ১৩৩ জন। গত একদিনে করোনাকে জয় করেছেন ১৪৭০ জন। সুস্থতার হার ৯৮.১৯ শতাংশ।
3/ 6
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ২৮ জনের (West Bengal Coronavirus Update)। দীর্ঘদিন পর রাজ্যে করোনা মৃত্যুর দৈনিক সংখ্যা ৩০-এ নীচে নামল। রাজ্যে মৃত্যুর হার ১.০৪ শতাংশ।
4/ 6
গত একদিনে রাজ্যে করোনা সংক্রমণের হার ১.৮৯ শতাংশ। গতকালই বহুদিন পর সংক্রমণের হার ২ শতাংশের নীচে নেমেছে রাজ্যে। গতকাল সংক্রমণের হার ছিল ১.৮৭ শতাংশ। বুধবার তা খানিকটা বাড়ল।
5/ 6
রাজ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছে উত্তর ২৪ পরগনায়, ১৩২ জন, মৃত ১। কলকাতা রয়েছে এর পরেই, আক্রান্ত ১০২, মৃত ৩। দক্ষিণ ২৪ পরগনায় মৃত ৪ জন।
6/ 6
অন্যদিকে, চিন্তা বাড়িয়েছে জলপাইগুড়ির মৃত্যুর সংখ্যা, একদিনে সেখানে ৪ জনের মৃত্যু হয়েছে করোনায়। আক্রান্ত ৪৬ জন। মুর্শিদাবাদে আক্রান্ত ২৯, তবে মৃত্যু ৩ জনের।