West Bengal Coronavirus Updates|| বড়দিনের ভিড়ের পরেই রাজ্যে রেকর্ড সংক্রমণ বৃদ্ধি, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৮৯
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
West Bengal corona update: ড়দিনের ভিড়ের পরেই রাজ্যে রেকর্ড করোনা আক্রান্ত হাজার ছাড়াল। গতকালই আশঙ্কা দেখা দিয়েছিল আর আজ সেটা অনেকাংশে সত্যি প্রমাণিত হয়ে একদিন রাজ্যে দীর্ঘ দিন বাদে রেকর্ড করোনা আক্রান্ত।
*বড়দিনের ভিড়ের পরেই রাজ্যে রেকর্ড করোনা আক্রান্ত হাজার ছাড়াল। গতকালই আশঙ্কা দেখা দিয়েছিল আর আজ সেটা অনেকাংশে সত্যি প্রমাণিত হয়ে একদিন রাজ্যে দীর্ঘ দিন বাদে রেকর্ড করোনা আক্রান্ত। উদ্বেগ অনেকটাই বাড়িয়ে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা। গতকালের থেকে এক ধাক্কায় অনেকটাই বাড়ল। গতকাল করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৭৫২ জন, সেটা আজ একধাক্কায় অনেটাই বেড়ে হয়েছে ১,০৮৯ জন। ফাইল ছবি।
advertisement
*তবে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা গতকাল ৭ জন ছিল, সেটা আজ কমে গত ২৪ ঘণ্টায় রাজ্যে ১২ জনের মৃত্যু হয়েছে। তবে, উদ্বেগ ছড়িয়ে আজ আবার করোনা আক্রান্ত হওয়ার সংখ্যার থেকে করোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যা অনেকটা কমল। আজ করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছে মাত্র ৮০৭ জন। ফলে আজ রাজ্যের সক্রিয় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা গতকালের থেকে একধাক্কায় ২৭০ জন বেড়ে হল ৭,৭২৭ জন। ফাইল ছবি।
advertisement
*তবে গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা পরীক্ষা গতকালের থেকে অনেকটা বেড়েও মাত্র ৩৮,৩৭৫ জনের করোনা পরীক্ষা হয়েছে, যার মধ্যে ১,০৮৯ জন করোনা পজিটিভ। ফলে রাজ্যে করোনা পজিটিভিটি রেট গতকালের ২.৩৫%-র থেকে অনেকটা বেড়ে ২.৮৪% হয়েছে। রাজ্যে চিকিৎসক মহলের একাংশ বলছেন,যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার করে বলছে, ওমিক্রন আতঙ্কের জন্য আরও বেশি করে করোনা পরীক্ষা করার কথা, সেখানে আমাদের রাজ্যে প্রতিদিন এতটাই কম করোনা পরীক্ষা করা হচ্ছে এবং তার ফলে আক্রান্তের সংখ্যা অনেক কম থাকছে, এটা যথেষ্ট উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। ফাইল ছবি।
advertisement
*রাজ্যে করোনা পরীক্ষা করার সংখ্যা আরও অনেকটা বাড়ানো উচিত এবং একইসঙ্গে মানুষেরও উচিত কোনওরকম করোনা উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করোনা পরীক্ষা করানো। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা মাঝে বেশ কিছুটা কমলেও রীতিমতো নিয়ম করে করোনা আক্রান্তের ক্ষেত্রে কলকাতার রেকর্ডকে অন্য কোনও জেলা টপকাতে পারেনি। আর আজ কলকাতায় করোনা আক্রান্ত রাজ্যের মোট আক্রান্তের প্রায় অর্ধেক। ফাইল ছবি।
advertisement
*রাজ্যে যেখানে গত ২৪ ঘন্টায় ১,০৮৯ জন করোনা আক্রান্ত, সেখানে শুধু কলকাতাতেই এ দিন ৫৪০ জন করোনা আক্রান্ত হয়েছে, আর মৃত্যু হয়েছে ৩ জনের। সাম্প্রতিককালের মধ্যে কলকাতায় এতজন একসঙ্গে করোনা আক্রান্ত না হওয়ায় চিকিৎসকরা বারবার করে এর জন্য বড়দিনের নির্বিচার ভিড়কেই দায়ী করছেন। অন্যদিকে, এরপরই উত্তর ২৪ পরগণা জেলায় গতকালের থেকে খানিকটা বেড়ে ১৪৫ জন করোনা আক্রান্ত হয়েছে, মৃত্যু হয়েছে ২ জনের। ফাইল ছবি।
advertisement
*কলকাতার পাশের হাওড়া জেলায় আজ আক্রান্ত বেড়ে ৭৯ জন হয়েছে, আর মৃত্যু হয়েছে ৩ জনের। দক্ষিণ ২৪ পরগণা জেলাও পিছিয়ে নেই, সেখানে করোনা আক্রান্ত বেশ কিছুটা বেড়ে হয়েছে ৬০ জন, মৃত্যু হয়েছে একজনের। অন্যদিকে, হুগলি জেলাতে আজ করোনা আক্রান্ত হয়েছে ৫৯ জন, মৃত্যু হয়েছে একজনের। নদিয়া জেলায় আজ করোনা আক্রান্তের সংখ্যা হয়েছে ১২ জন, মৃত্যু হয়েছে একজনের। সেদিন হঠাৎ করেই আবারো করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়ে ৩৫ জন আক্রান্ত হয়েছে, মৃত্যু হয়েছে একজনের। ফাইল ছবি।
advertisement
*অন্যদিকে, পশ্চিম বর্ধমান জেলায় আজ করোনা আক্রান্ত প্রচুর বেড়ে হয়েছে ৪৭ জন। পূর্ব বর্ধমানে জেলায় আজ করোনা আক্রান্ত হয়েছে অনেকটা বেড়ে ১৮ জন। পশ্চিম মেদিনীপুর জেলায় আজ করোনা আক্রান্ত হয়েছেন ১৫ জন। দক্ষিণবঙ্গের মধ্যে কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি, নদিয়া এবং বীরভূম জেলা ছাড়া অন্য কোনও জেলায় মৃত্যু না হওয়ায় কিছুটা স্বস্তির হাওয়া স্বাস্থ্য কর্তাদের। ফাইল ছবি।
advertisement
*অন্যদিকে, দক্ষিণবঙ্গের করোনা যখন উত্তরোত্তর খারাপ হচ্ছে, সেখানে উত্তরবঙ্গের জেলাগুলির করোনা পরিস্থিতি অনেকটা ভাল রয়েছে। উত্তরবঙ্গের মধ্যে জলপাইগুড়ি জেলায় সর্বাধিক করোনা আক্রান্ত, সেখানে আজ ১৪ জন করোনা আক্রান্ত হয়েছে। দার্জিলিং জেলায় আজ ৯ জন করোনা আক্রান্ত হয়েছে। এরপর মালদহ জেলায় চারজন করোনা আক্রান্ত হয়েছে। অন্যদিকে, কোচবিহার জেলায় এ দিন করোনা আক্রান্ত ৭ জন করে হয়েছে। তবে, অনেকটাই স্বস্তি দিয়ে আজও উত্তরবঙ্গের কোনো জেলাতেই করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। ফাইল ছবি।
advertisement