Weather Update: স্বস্তির কালো মেঘে কি বৃষ্টি হবে বাংলায়, একাধিক রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি মৌসম বিভাগের

Last Updated:
পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগরের খাঁড়িতে ফের তৈরি ঘূর্ণাবর্ত...কী বলছে পশ্চিমবঙ্গের ওয়েদার আপডেট
1/6
#কলকাতা: দেশের উত্তর অংশেই শুধু নয় দক্ষিণের রাজ্যগুলিতেও বইবে লু! শুধু তাই নয় ইতিমধ্যেই একাধিক রাজ্যে ইতিমধ্যেই লু বইতে শুরু করেছে৷ এই সব রাজ্যে অধিকতম তাপমাত্রায় ক্রমাগত বৃদ্ধি হচ্ছে৷ এতে লোকজন দুপুরে সূর্যের তেজে আরও বেড়ে গেছে৷ এরইমধ্যে মৌসম বিভাগ একাধিক রাজ্যে তাপমাত্রা আরও বৃদ্ধি পাওয়ার অনুমান করা হচ্ছে৷ মৌসম বিভাগের কথা অনুযায়ি এই রাজ্যগুলিতে লু বইবার আশঙ্কা রয়েছে৷ Photo- File
#কলকাতা: দেশের উত্তর অংশেই শুধু নয় দক্ষিণের রাজ্যগুলিতেও বইবে লু! শুধু তাই নয় ইতিমধ্যেই একাধিক রাজ্যে ইতিমধ্যেই লু বইতে শুরু করেছে৷ এই সব রাজ্যে অধিকতম তাপমাত্রায় ক্রমাগত বৃদ্ধি হচ্ছে৷ এতে লোকজন দুপুরে সূর্যের তেজে আরও বেড়ে গেছে৷ এরইমধ্যে মৌসম বিভাগ একাধিক রাজ্যে তাপমাত্রা আরও বৃদ্ধি পাওয়ার অনুমান করা হচ্ছে৷ মৌসম বিভাগের কথা অনুযায়ি এই রাজ্যগুলিতে লু বইবার আশঙ্কা রয়েছে৷ Photo- File
advertisement
2/6
মৌসম বিভাগের পূর্বানুমান অনুযায়ি আগামী পাঁচদিন দিল্লি, জম্মু, হিমাচল প্রদেশ, দক্ষিণ হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং মধ্যপ্রদেশের বেশির ভাগ অংশে তেজ লু বইবে৷ এরই সঙ্গে এই রাজ্য অধিকতম তাপমাত্রাও বাড়বে৷ এতে লোককে প্রবল গরমের সম্মুখীন হতে হবে৷ Photo- File
মৌসম বিভাগের পূর্বানুমান অনুযায়ি আগামী পাঁচদিন দিল্লি, জম্মু, হিমাচল প্রদেশ, দক্ষিণ হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং মধ্যপ্রদেশের বেশির ভাগ অংশে তেজ লু বইবে৷ এরই সঙ্গে এই রাজ্য অধিকতম তাপমাত্রাও বাড়বে৷ এতে লোককে প্রবল গরমের সম্মুখীন হতে হবে৷ Photo- File
advertisement
3/6
এছাড়া মৌসম বিভাগ কিছু রাজ্যে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে৷ এর মধ্যে কিছু রাজ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ মেঘালয়, অসম, অরুণাচলপ্রদেশ, সিকিম, পশ্চিমবঙ্গের অধিকাংশ এলাকায় ৮ এপ্রিল বৃষ্টির পরিস্থিতি জারি থাকবে৷ এই সময়ে এই এলাকাগুলিতে ভাল বৃষ্টি হবে৷ Photo- File
এছাড়া মৌসম বিভাগ কিছু রাজ্যে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে৷ এর মধ্যে কিছু রাজ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ মেঘালয়, অসম, অরুণাচলপ্রদেশ, সিকিম, পশ্চিমবঙ্গের অধিকাংশ এলাকায় ৮ এপ্রিল বৃষ্টির পরিস্থিতি জারি থাকবে৷ এই সময়ে এই এলাকাগুলিতে ভাল বৃষ্টি হবে৷ Photo- File
advertisement
4/6
পশ্চিমবঙ্গের খাঁড়িতে ভারতীয় ক্ষেত্র আগামী কিছুদিন তুফানি থাকবে৷ এই সময়ে ৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় হাওয়া বইবে৷ পাশাপাশি এই এলাকায় বৃষ্টিও হতে পারে৷ দিল্লিতে জারি ভীষণ গরম৷ এর থেকে এখনই মুক্তি হচ্ছে না৷ Photo- File
পশ্চিমবঙ্গের খাঁড়িতে ভারতীয় ক্ষেত্র আগামী কিছুদিন তুফানি থাকবে৷ এই সময়ে ৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় হাওয়া বইবে৷ পাশাপাশি এই এলাকায় বৃষ্টিও হতে পারে৷ দিল্লিতে জারি ভীষণ গরম৷ এর থেকে এখনই মুক্তি হচ্ছে না৷ Photo- File
advertisement
5/6
অধিকতম তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস এবং শুক্রবার অবধি তা ৪২ ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে৷ এমনটাই পূর্বাভাস দিয়েছ আবহাওয়া দফতর৷ Photo- File
অধিকতম তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস এবং শুক্রবার অবধি তা ৪২ ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে৷ এমনটাই পূর্বাভাস দিয়েছ আবহাওয়া দফতর৷ Photo- File
advertisement
6/6
নজফগড়, পীতমপুরা, স্পোর্টস কমপ্লেক্স মৌসম কেন্দ্রে মঙ্গলবার লু হয়েছে৷ তাপমাত্রা ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস - ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস হচ্ছে৷  মৌসম বিভাগের আধিকারিক বলেছেন, লম্বা সময় অবধি বৃষ্টি হবে না৷ পশ্চিম ভারতে গরম পরিস্থিতি রয়েছে৷ পাঁচদিন উত্তর পশ্চিম ভারত -মধ্যপ্রদেশ অধিকাংশ অংশে লু বইবার সম্ভবনা রয়েছে৷ Photo- File
নজফগড়, পীতমপুরা, স্পোর্টস কমপ্লেক্স মৌসম কেন্দ্রে মঙ্গলবার লু হয়েছে৷ তাপমাত্রা ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস - ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস হচ্ছে৷ মৌসম বিভাগের আধিকারিক বলেছেন, লম্বা সময় অবধি বৃষ্টি হবে না৷ পশ্চিম ভারতে গরম পরিস্থিতি রয়েছে৷ পাঁচদিন উত্তর পশ্চিম ভারত -মধ্যপ্রদেশ অধিকাংশ অংশে লু বইবার সম্ভবনা রয়েছে৷ Photo- File
advertisement
advertisement
advertisement