Weather Update: স্বস্তির কালো মেঘে কি বৃষ্টি হবে বাংলায়, একাধিক রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি মৌসম বিভাগের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগরের খাঁড়িতে ফের তৈরি ঘূর্ণাবর্ত...কী বলছে পশ্চিমবঙ্গের ওয়েদার আপডেট
#কলকাতা: দেশের উত্তর অংশেই শুধু নয় দক্ষিণের রাজ্যগুলিতেও বইবে লু! শুধু তাই নয় ইতিমধ্যেই একাধিক রাজ্যে ইতিমধ্যেই লু বইতে শুরু করেছে৷ এই সব রাজ্যে অধিকতম তাপমাত্রায় ক্রমাগত বৃদ্ধি হচ্ছে৷ এতে লোকজন দুপুরে সূর্যের তেজে আরও বেড়ে গেছে৷ এরইমধ্যে মৌসম বিভাগ একাধিক রাজ্যে তাপমাত্রা আরও বৃদ্ধি পাওয়ার অনুমান করা হচ্ছে৷ মৌসম বিভাগের কথা অনুযায়ি এই রাজ্যগুলিতে লু বইবার আশঙ্কা রয়েছে৷ Photo- File
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
নজফগড়, পীতমপুরা, স্পোর্টস কমপ্লেক্স মৌসম কেন্দ্রে মঙ্গলবার লু হয়েছে৷ তাপমাত্রা ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস - ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস হচ্ছে৷ মৌসম বিভাগের আধিকারিক বলেছেন, লম্বা সময় অবধি বৃষ্টি হবে না৷ পশ্চিম ভারতে গরম পরিস্থিতি রয়েছে৷ পাঁচদিন উত্তর পশ্চিম ভারত -মধ্যপ্রদেশ অধিকাংশ অংশে লু বইবার সম্ভবনা রয়েছে৷ Photo- File