সোমবার বৃষ্টির সম্ভবনা থাকলেও সেভাবে কিছুই হয়নি,উল্টে তাপমাত্রার দাপটে কলকাতা সহ দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া জারি৷ এদিকে আজ মঙ্গলবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজ কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। Photo- Representative
আজ কলকাতায় সকালে বেলা বাড়লে বজ্র বিদ্যুৎ সহ জোরে বৃষ্টির সম্ভবনা রয়েছে৷ পাশাপাশি আজও থাকবে তাপমাত্রার জ্বলুনি৷ আংশিক মেঘলা আকাশ। কখনও পুরোপুরি মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বেলা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। ফিল লাইক টেম্পারেচার অনেক বেশি থাকবে। সকালের পর ফের বিকেল-সন্ধ্যার দিকে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। Photo- Representative
এদিকে পশ্চিমবঙ্গের ওয়েদার আপডেট অনুযায়ি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। হালকা, মাঝারি বৃষ্টি সঙ্গে ঝোড়ো হওয়া থাকবে বিকেলের পর থেকে। Photo- Representative