Weather Update: বিশ্বকাপ সেমিফাইনাল ইডেনে, কলকাতায় নিম্নচাপের চোখরাঙানি! বৃষ্টির সম্ভাবনা
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ। শক্তি বাড়িয়ে প্রথমে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে। এরপর দিক পরিবর্তন করে তা আরও উত্তর-পশ্চিমের দিকে এগোবে।
নিম্নচাপের প্রভাবে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ বিঘ্নিত হওয়ার আশঙ্কা। বৃহস্পতিবার হালকা মাঝারি বৃষ্টি কলকাতাতে। বৃহস্পতিবার ম্যাচ সম্ভব না হলে সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সেমিফাইনাল হতে পারে শুক্রবার। সেই শুক্রবারে ও কলকাতাতে হালকা মাঝারি বৃষ্টি তো বটেই দুয়েক পশলা ভারী বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে।
advertisement
advertisement
advertisement
নিম্নচাপের প্রভাবে কবে কোথায় বৃষ্টি? মঙ্গলবার বিকেল থেকে হাওয়া বদল। উপকূলে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বৃহস্পতি ও শুক্রবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা বেশি রাজ্যের উপকূল ও উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে। শনিবার পর্যন্ত চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। রবিবার থেকে পারদ নামতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের।
advertisement
advertisement
advertisement
advertisement
শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদীয়া জেলাতে।
advertisement