West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির সতর্কতা, প্রবল বর্ষণে ভাসবে উত্তরবঙ্গও
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
গোটা রাজ্যেই (West Bengal Weather Update) ভারী বর্ষণের সতর্কতা রয়েছে । উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। মৌসুমী অক্ষরেখা সক্রিয়।
advertisement
advertisement
• আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থেকে ১ ডিগ্রী বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৬ থেকে ৯৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতা শহরে সামান্য বৃষ্টি হয়েছে ০.৫ মিলিমিটার।
advertisement
advertisement
• দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের উপকূলের তিন জেলা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সর্তকতা। দু-এক পশলা ভারী বৃষ্টি হবে নদিয়া এবং বীরভূমে। আগামিকাল ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। ওড়িশা সংলগ্ন জেলাগুলিতেও বৃষ্টির প্রভাব বাড়বে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত মেঘলা আকাশ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
advertisement
advertisement
advertisement







