Weather Update: চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষায় কলকাতা সহ দক্ষিণবঙ্গ, জানুন ওয়েদার আপডেট

Last Updated:
স্কাইমেটের রিপোর্ট অনুযায়ি আগামী ২৪ ঘণ্টায় উত্তর পূর্ব ভারত, আন্দামান দ্বীপসমূহ, কেরল, দক্ষিণ কর্ণাটক এবং তটবর্তী অন্ধ্রপ্রদেশে হালকা থেকে মধ্যম বৃষ্টি হবে৷
1/8
#কলকাতা: পাকিস্তানের দিক থেকে উত্তর পশ্চিম ভারত দিয়ে গরম ও শুকনো হাওয়ার কারণে জেরবার অবস্থা ভারতের একটা বড় অংশে৷ দিল্লি -উত্তরপ্রদেশ , রাজস্থান, গুজরাতে একেবারেই লু -র পরিস্থিতি জারি রয়েছে৷ সে সব জায়গায় সর্বাধিক তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াসের মাত্রাও পেরিয়েছে৷ মৌসম বিভাগের পূর্বাভাস অনুযায়ি  বৃহস্পতিবার অবধি পঞ্জাব, উত্তরাখণ্ড, হরিয়ানা, দিল্লিতে তাপপ্রবাহ বা হিটওয়েভ জারি থাকবে৷
#কলকাতা: পাকিস্তানের দিক থেকে উত্তর পশ্চিম ভারত দিয়ে গরম ও শুকনো হাওয়ার কারণে জেরবার অবস্থা ভারতের একটা বড় অংশে৷ দিল্লি -উত্তরপ্রদেশ , রাজস্থান, গুজরাতে একেবারেই লু -র পরিস্থিতি জারি রয়েছে৷ সে সব জায়গায় সর্বাধিক তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াসের মাত্রাও পেরিয়েছে৷ মৌসম বিভাগের পূর্বাভাস অনুযায়ি  বৃহস্পতিবার অবধি পঞ্জাব, উত্তরাখণ্ড, হরিয়ানা, দিল্লিতে তাপপ্রবাহ বা হিটওয়েভ জারি থাকবে৷
advertisement
2/8
এদিকে পশ্চিম ভারতের মতো বীভৎস অবস্থা না হলেও পশ্চিমবঙ্গের হালও একেবারেই ভাল নয়৷ সূর্যের তাপে একেবারে জ্বলে যাচ্ছে দক্ষিণবঙ্গ৷ অন্যদিকে উত্তরবঙ্গে ভালরকম বৃষ্টি চলছে৷
এদিকে পশ্চিম ভারতের মতো বীভৎস অবস্থা না হলেও পশ্চিমবঙ্গের হালও একেবারেই ভাল নয়৷ সূর্যের তাপে একেবারে জ্বলে যাচ্ছে দক্ষিণবঙ্গ৷ অন্যদিকে উত্তরবঙ্গে ভালরকম বৃষ্টি চলছে৷
advertisement
3/8
আলিপুর আবহাওয়া দফতরের জারি করা পূর্বাভাস অনুযায়ি মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে সামাণ্য আশা জিইয়ে রয়েছে বলে জানানো হয়েছে৷ তবে এদিনের মধ্যে না হলে বৃষ্টির জন্য উইকএন্ড অবধি অপেক্ষা লম্বা হবে৷
আলিপুর আবহাওয়া দফতরের জারি করা পূর্বাভাস অনুযায়ি মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে সামাণ্য আশা জিইয়ে রয়েছে বলে জানানো হয়েছে৷ তবে এদিনের মধ্যে না হলে বৃষ্টির জন্য উইকএন্ড অবধি অপেক্ষা লম্বা হবে৷
advertisement
4/8
দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ ৩৫-৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকলেও ফিল লাইক তাপমাত্রা এদিনও মাত্রা ছাড়াবে৷ প্রায় ৪২ ডিগ্রি সেলসিয়াসের মতো হতে পারে তাপমাত্রার অনুভূতি৷ যার কারণে অস্বস্তি মাত্রা ছাড়াবে৷
দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ ৩৫-৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকলেও ফিল লাইক তাপমাত্রা এদিনও মাত্রা ছাড়াবে৷ প্রায় ৪২ ডিগ্রি সেলসিয়াসের মতো হতে পারে তাপমাত্রার অনুভূতি৷ যার কারণে অস্বস্তি মাত্রা ছাড়াবে৷
advertisement
5/8
এদিকে ছিটে ফোটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পাশাপাশি স্থানীয়ভাবে ঝড়ের আশায় চাতক পাখির মতো প্রতীক্ষায় থাকা দক্ষিণবঙ্গবাসী কতটা লাভবান হবে তা নিয়ে অবশ্য নিশ্চিতভাবে কিছু জানা যাচ্ছে না৷
এদিকে ছিটে ফোটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পাশাপাশি স্থানীয়ভাবে ঝড়ের আশায় চাতক পাখির মতো প্রতীক্ষায় থাকা দক্ষিণবঙ্গবাসী কতটা লাভবান হবে তা নিয়ে অবশ্য নিশ্চিতভাবে কিছু জানা যাচ্ছে না৷
advertisement
6/8
ওড়িশা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, জম্মু, হিমাচল প্রদেশ, বিদর্ভ, উত্তর ঝাড়খণ্ড লু বইবে৷ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ২৯ মে কেরলে পৌঁছেছে৷  মঙ্গলবার থেকে মৌসুমী বায়ু হঠাৎ করেই গতি বাড়াবে৷
ওড়িশা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, জম্মু, হিমাচল প্রদেশ, বিদর্ভ, উত্তর ঝাড়খণ্ড লু বইবে৷ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ২৯ মে কেরলে পৌঁছেছে৷  মঙ্গলবার থেকে মৌসুমী বায়ু হঠাৎ করেই গতি বাড়াবে৷
advertisement
7/8
স্কাইমেটের রিপোর্ট অনুযায়ি আগামী ২৪ ঘণ্টায় উত্তর পূর্ব ভারত, আন্দামান দ্বীপসমূহ, কেরল, দক্ষিণ কর্ণাটক এবং তটবর্তী অন্ধ্রপ্রদেশে হালকা থেকে মধ্যম বৃষ্টি হবে৷ কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাসও জারি রয়েছে৷ ওড়িশা, মারাঠওয়াড়া, জম্মু -কাশ্মীরেও হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে৷ এছাড়া সিকিম, বিহারের পূর্বভাগ, তামিলনাড়ু, রায়লসীমা, কেরল, দক্ষিণ কোঙ্কন, গোয়া ও দক্ষিণ মহারাষ্ট্রতে হালকা থেকে মধ্যম বৃষ্টি হবে৷
স্কাইমেটের রিপোর্ট অনুযায়ি আগামী ২৪ ঘণ্টায় উত্তর পূর্ব ভারত, আন্দামান দ্বীপসমূহ, কেরল, দক্ষিণ কর্ণাটক এবং তটবর্তী অন্ধ্রপ্রদেশে হালকা থেকে মধ্যম বৃষ্টি হবে৷ কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাসও জারি রয়েছে৷ ওড়িশা, মারাঠওয়াড়া, জম্মু -কাশ্মীরেও হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে৷ এছাড়া সিকিম, বিহারের পূর্বভাগ, তামিলনাড়ু, রায়লসীমা, কেরল, দক্ষিণ কোঙ্কন, গোয়া ও দক্ষিণ মহারাষ্ট্রতে হালকা থেকে মধ্যম বৃষ্টি হবে৷
advertisement
8/8
আগামী ২৪ঘণ্টায় অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, আন্দামান ও নিকোবর দ্বীপসমূহ, তামিলনাড়ু তটবর্তী এলাকা, অন্ধ্রপ্রদেশের বেশ কিছু অংশ, কেরলে হালকা থেকে মধ্যম মানের বৃষ্টি হবে৷ মধ্য প্রদেশ ও দিল্লিতে প্রবল লু -র পরিস্থিতি জারি থাকবে৷
আগামী ২৪ঘণ্টায় অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, আন্দামান ও নিকোবর দ্বীপসমূহ, তামিলনাড়ু তটবর্তী এলাকা, অন্ধ্রপ্রদেশের বেশ কিছু অংশ, কেরলে হালকা থেকে মধ্যম মানের বৃষ্টি হবে৷ মধ্য প্রদেশ ও দিল্লিতে প্রবল লু -র পরিস্থিতি জারি থাকবে৷
advertisement
advertisement
advertisement