#কলকাতা: পাকিস্তানের দিক থেকে উত্তর পশ্চিম ভারত দিয়ে গরম ও শুকনো হাওয়ার কারণে জেরবার অবস্থা ভারতের একটা বড় অংশে৷ দিল্লি -উত্তরপ্রদেশ , রাজস্থান, গুজরাতে একেবারেই লু -র পরিস্থিতি জারি রয়েছে৷ সে সব জায়গায় সর্বাধিক তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াসের মাত্রাও পেরিয়েছে৷ মৌসম বিভাগের পূর্বাভাস অনুযায়ি বৃহস্পতিবার অবধি পঞ্জাব, উত্তরাখণ্ড, হরিয়ানা, দিল্লিতে তাপপ্রবাহ বা হিটওয়েভ জারি থাকবে৷
স্কাইমেটের রিপোর্ট অনুযায়ি আগামী ২৪ ঘণ্টায় উত্তর পূর্ব ভারত, আন্দামান দ্বীপসমূহ, কেরল, দক্ষিণ কর্ণাটক এবং তটবর্তী অন্ধ্রপ্রদেশে হালকা থেকে মধ্যম বৃষ্টি হবে৷ কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাসও জারি রয়েছে৷ ওড়িশা, মারাঠওয়াড়া, জম্মু -কাশ্মীরেও হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে৷ এছাড়া সিকিম, বিহারের পূর্বভাগ, তামিলনাড়ু, রায়লসীমা, কেরল, দক্ষিণ কোঙ্কন, গোয়া ও দক্ষিণ মহারাষ্ট্রতে হালকা থেকে মধ্যম বৃষ্টি হবে৷