Weather Update: কাল থেকে ফের Kolkata সহ দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বদল, জানুন লেটেস্ট ওয়েদার আপডেট
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Weather Update: শীতের (Winter) আমেজ উধাও কলকাতায় (Kolkata)। রাতের তাপমাত্রা এক ধাক্কায় স্বাভাবিকের ৫ ডিগ্রি উপরে। পূবালি হাওয়ার দাপট উত্তুরে হাওয়ায় ভাঁটা। কাল থেকে আবহাওয়ার আপডেটে (Weather Update) পরিবর্তনের সম্ভবনা।
advertisement
বৃষ্টির (Rain) পরেই শীতের (Winter) আমেজ রাজ্যে। আবহাওয়ার আপডেটে (Weather Update) দক্ষিণবঙ্গের উপকূলের জেলা এবং উত্তরবঙ্গের পার্বত্য জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস। আজ ও কাল দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলায় হালকা বৃষ্টি। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টি চলবে তিন-চারদিন। সকালে বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশার সম্ভাবনা। বুধবারের পর আবহাওয়ার পরিবর্তন ধীরে ধীরে নামবে পারদ।
advertisement
কলকাতায় হালকা শীতের আমেজ কার্যত উধাও। রাতের তাপমাত্রা অনেকটাই বাড়ল। আগামীকাল থেকে আবহাওয়ার পরিবর্তন। আজও আংশিক মেঘলা আকাশ। আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৩ থেকে ৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কোন বৃষ্টি হয়নি কলকাতা শহরে।
advertisement
advertisement
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পং জেলায়। খুবই সামান্য বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। উত্তরবঙ্গের ওপরের দিকের এই পাঁচ জেলায় আগামী তিন-চার দিন হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। মঙ্গলবার হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়াতে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বুধবারে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে সামান্য বৃষ্টির হালকা সম্ভাবনা। মেঘলা আকাশ আংশিক মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে। রাতের তাপমাত্রা বুধবার পর্যন্ত বাড়বে তারপর ধীরে ধীরে কমবে।
advertisement
বৃষ্টির পরে নামবে শীতের আমেজ। ফের সপ্তাহান্তে জাঁকিয়ে শীতের আমেজ। বুধবার থেকে নামবে পারদ। শনি ও রবিবারে কলকাতা তাপমাত্রা ১৬ ডিগ্রির কাছে পৌঁছতে পারে। জেলায় তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচেও নামতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। পশ্চিমের জেলাগুলিতে উত্তুরে হাওয়া থাকবে। বুধবার থেকে সেই হাওয়ার দাপট পারবে। উপকূলের জেলাগুলিতে বুধবার পর্যন্ত পুবালী হাওয়া। বৃহস্পতিবার থেকে উত্তুরে হাওয়ার প্রভাব বাড়বে।
advertisement
advertisement
এই সিস্টেমের প্রভাবে কর্ণাটক, কেরল, মাহে, রায়লসীমা, তামিলনাডু, পুদুচেরি ও করাইকালে বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতি ও শুক্রবার প্রবল বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ভারতের এই রাজ্যগুলিতে। তাপমাত্রার তারতম্য এর প্রভাবে উত্তর পূর্ব ভারত ও পূর্ব ভারতের রাজ্যগুলি তে কুয়াশার সম্ভাবনা আগামী কয়েকদিন। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে।
advertisement
আগামী ২৪ ঘণ্টায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি পাঞ্জাব হরিয়ানা রাজস্থান এ। তাপমাত্রার উত্তরপশ্চিম ভারতের রাজ্যগুলি তে। ৪৮ ঘণ্টা পর ফের তাপমাত্রা বাড়বে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলি তে। নভেম্বর মাসের শেষের দিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তুষারপাতের সম্ভাবনা জম্বু কাশ্মীর লাদাখ মুজাফফরপুর সহ উত্তর-পশ্চিম ভারতের বেশকিছু রাজ্যে। আগামী কয়েকদিন তাপমাত্রা কমবে মধ্যপ্রদেশ সহ মধ্যভারতের এবং পূর্ব ভারতের রাজ্যগুলি তে। ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা।