যেখানেই থাকুন আগে বাড়ি যান... ১১ জেলায় তুলকালাম বৃষ্টি! ভরদুপুরে কুচকুচে কালো আকাশ, বাংলা কাঁপাবে ঝড় তুফান
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
আগামী দু- ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সতর্কতা। রাজ্যের ছয় জেলা, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে বইতে পারে বাতাস।
advertisement
advertisement
advertisement
দুর্যোগের সম্ভাবনা কেটেছে। তবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ— দুই বঙ্গেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে বিক্ষিপ্ত ভাবে। দক্ষিণেও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও নদিয়ায় ঝড়-বৃষ্টির হলুদ সতকর্তা জারি করা হয়েছে। আরব সাগরের উপরে তৈরি হওয়া নিম্নচাপ, পশ্চিমি ঝঞ্ঝার কারণে বর্ষা বিদায়ের প্রক্রিয়া থমকে গিয়েছিল পশ্চিম ভারতে। এখন সেই প্রক্রিয়াই আবার শুরু হতে চলেছে।
advertisement
advertisement
নিম্নচাপ শক্তি হারিয়ে উত্তর বিহারে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। তবে তার প্রভাবে আজও বাংলায় বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মেঘলা আকাশ থাকবে উত্তরবঙ্গে, আজও দুর্যোগের সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায়। মৎস্যজীবীদের আজও উত্তর বঙ্গোপসাগরে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বাংলা এবং ওড়িশার মৎস্যজীবীদের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে