অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়ছে উত্তরবঙ্গে। রবিবার থেকেই উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি। সোমবার প্রবল বর্ষণের সর্তকতা উত্তরবঙ্গের সিকিম, অসম, মেঘালয় ও অরুণাচল প্রদেশে। মৌসুমী অক্ষরেখা আবারও হিমালয় পাদদেশ এলাকায় অবস্থান করায় বৃষ্টি বাড়বে। আগামী সপ্তাহের শুরুতে দক্ষিণবঙ্গের দু'এক জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা।
আগামী ৪৮ ঘণ্টায় বিক্ষিপ্ত দু-এক পশলা ভারী বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলিতে। শুক্র ও শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই পাঁচ জেলায় দু'এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। শনিবার রাত থেকেই আবহাওয়ার পরিবর্তন উত্তরবঙ্গে। রবিবার বৃষ্টি বাড়বে দার্জিলিং, কালিম্পং ,আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে।
দক্ষিণবঙ্গের আগামী সপ্তাহের শুরুতে দু-এক জেলায় বৃষ্টির পূর্বাভাস। রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হবে বজ্রগর্ভ মেঘ থেকে। রবিবার রাত থেকে বৃষ্টি বাড়বে। মূলত উত্তরবঙ্গ লাগোয়া বীরভূম, মুর্শিদাবাদে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় আংশিক মেঘলা আকাশ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।
কলকাতায় আজ ও আংশিক মেঘলা আকাশ। দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তি থাকবে। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস ওপরে। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি উপরে। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৬৪ থেকে ৯০%। বৃষ্টি হয়েছে খুবই সামান্য 0.২ মিলিমিটার।