ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ রাজ্যে, জেনে নিন হাওয়া অফিসের পূর্বাভাস
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে৷ অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা ও অরুণাচল প্রদেশেও ভারী বৃষ্টি।
advertisement
advertisement
আগামী ৪৮ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার পূর্বাভাস। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে সঙ্গে ঝড়ো হাওয়ার সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও কোথাও ভারী বৃষ্টি সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার পূর্বাভাস।
advertisement
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। সন্ধের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের এক ডিগ্রি উপরে ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে । বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৫৬ থেকে ৯৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় এখনো বৃষ্টি হয়নি।
advertisement
সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। ক্রমশ এগিয়ে তা দক্ষিণ আরব সাগর ও দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও বিস্তার লাভ করবে আগামী ২৪ ঘণ্টায়। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণ পূর্ব আরব সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ যেটি ক্রমশ উত্তরও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে গভীর নিম্নচাপ হয়ে। আবহাওয়াবিদদের অনুমান কেরলে বর্ষা ঢুকবে সঠিক সময়ে।
advertisement
advertisement