Kolkata Waterlogged: আজ রাত ২.২৩...! গঙ্গায় ধেয়ে আসবে বান, বাড়বে জলস্তর, বন্ধ থাকবে লকগেট! ফের বানভাসী কলকাতা? দুশ্চিন্তায় কাঁটা মেয়রও
- Published by:Shubhagata Dey
Last Updated:
Kolkata Waterlogged: কলকাতা জলের তলায়। কিন্তু এখনই স্বস্তির নিঃশ্বাস ফেলার সময় হয়নি। কারণ আজ মঙ্গলবার রাত ২.২৩ মিনিটে গঙ্গার জলস্তর বাড়বে স্বাভাবিকের তুলনায় অনেকটাই। ৫.৫৭ মিটার পর্যন্ত জলস্তর বাড়তে পারে।
*সোমবার রাতের তুমুল বৃষ্টির তাণ্ডবে কলকাতা জলের তলায়। কিন্তু এখনই স্বস্তির নিঃশ্বাস ফেলার সময় হয়নি। কারণ আজ মঙ্গলবার রাত ২.২৩ মিনিটে গঙ্গার জলস্তর বাড়বে স্বাভাবিকের তুলনায় অনেকটাই। ৫.৫৭ মিটার পর্যন্ত জলস্তর বাড়তে পারে। এদিন গঙ্গার ধারের লকগেটগুলি রাত সাড়ে বারো'টা থেকে ভোর ৪.৩০ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে, ফলে ফের বাড়তে পারে জলস্তর।
advertisement
advertisement
advertisement
*মেয়র জানিয়েছে, সমুদ্র উত্তাল থাকার কারণে নদীর জলস্তর ফুলে উঠেছে। নদীতে জল একেবারে পূর্ণ, ক্যানেলগুলো ভরে আছে। আমরা পুরসভার ড্রেন থেকে জল ফেলতে গেলেই ব্যাক ফ্লো হয়ে তা আবার শহরে ফিরে আসছে। দুপুরের বান কেটে গেলে তবেই জল নামানো সম্ভব হবে। আগে জল খালে যাবে, খাল থেকে নদীতে, তারপর সমুদ্রে। এর বাইরে কোনও উপায় নেই,” বলেন ফিরহাদ।
advertisement
*তিনি আরও জানান, কিছু এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার খবর এসেছে। তাই নাগরিকদের অনুরোধ কেউ ঘর থেকে বেরোবেন না। বিদ্যুতের খুঁটি প্রাণঘাতী হতে পারে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে গড়িয়া এলাকায়। ওখানে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষত পুরসভার ১০৮ ও ১০৯ নম্বর ওয়ার্ডে ড্রেনেজ সিস্টেম না থাকায় সেখানে অবস্থা সবচেয়ে খারাপ।
advertisement