নিম্নচাপ কাটলেও ফের দুর্যোগে কাঁপবে গোটা বাংলা! কবে থেকে তোলপাড় বৃষ্টি? কী জানাল হাওয়া অফিস?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
নিম্নচাপ দূরে সরলেও, এখনই কাটছে না দুর্যোগ। মৌসুমী অক্ষরেখার প্রভাবে বাংলায় বৃষ্টি চলবে। আগামীকাল থেকে ফের বৃষ্টি বাড়বে বাংলায়।
advertisement
advertisement
advertisement
উত্তরবঙ্গে আজ, রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। অতি ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। বাকি জেলার দু-এক জায়গায় দু-এক পশলা ভারী বৃষ্টির সতর্কতা। আগামীকাল মালদা ও দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা ভারী বৃষ্টি হবে দার্জিলিংয়েও। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সব জেলাতে। ৩১ জুলাই বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।
advertisement
advertisement
কলকাতার তাপমাত্রাআজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৫ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.২ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৮৭ থেকে ১০০ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে। বৃষ্টি হয়েছে ৭.৬ মিলিমিটার।