Todays Weather Report: মার্চের শুরুতেই ৩৫, আর কটা দিন, আসছে ভয়ঙ্কর গরম! বিরাট পূর্বাভাস হাওয়া অফিসের
- Published by:Suman Biswas
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
Todays Weather Report: উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। আগামী কয়েকদিন দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস। দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা।
advertisement
উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। আগামী কয়েকদিন দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস। দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং ছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাতে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। আগামী কয়েকদিন স্বাভাবিক বা তার উপরই থাকবে উত্তরবঙ্গের তাপমাত্রা। (প্রতীকী চিত্র)
advertisement
দক্ষিণবঙ্গে মিশ্র আবহাওয়া। মার্চের প্রথম সপ্তাহে বাড়তে পারে তাপমাত্রা। কলকাতা ও সংলগ্ন জেলাগুলোতে মার্চের প্রথম সপ্তাহেই তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। তার আগে দক্ষিণবঙ্গের উপকূল ও পুবের দিকের জেলাগুলিতে পূবালী হাওয়া, কোথাও দখিনা বাতাস। আর পশ্চিমের জেলাগুলিতে দক্ষিণ-পশ্চিমের বাতাস বইতে পারে। (প্রতীকী চিত্র)
advertisement
এর ফলে পশ্চিমের দিকের জেলাগুলিতে এখনও রাতে ও সকালের দিকে খুব হালকা শীতের অনুভূতি থাকতে পারে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে রাতে ও সকালের দিকে মনোরম পরিবেশ থাকলেও দিনের বেশিরভাগ অংশে গরম অনুভূত হবে। থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেশি থাকতে পারে। আগামী ৪/৫ দিনে তাপমাত্রা কমার কোন সম্ভাবনা নেই। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোন জেলাতে। (প্রতীকী চিত্র)
advertisement
কলকাতায় আজ সকালের দিকে আংশিক মেঘলা আকাশ, পরে পরিষ্কার আকাশের সম্ভাবনা। দিনে রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকায় গরম অনুভূত হবে। দিনের বেলায় সামান্য আর্দ্রতাজনিত অস্বস্তিও হতে পারে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২২.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি তাপমাত্রা। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৯ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। (প্রতীকী চিত্র)
advertisement
একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর-পশ্চিম ভারতে।নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি। বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আপাতত বৃষ্টি জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে। নতুন করে পশ্চিমে ঝঞ্ঝা ঢুকবে মঙ্গলবার। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু-কাশ্মীর, লাদাখ উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ কাশ্মীর ভ্যালি ছাড়াও পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। ২৮ ফেব্রুয়ারি ও পয়লা মার্চ দুদিন কাশ্মীর ভ্যালি ও হিমাচল প্রদেশে তুষারপাতের পূর্বাভাস। (প্রতীকী চিত্র)
advertisement
দেশের বেশিরভাগ এলাকাতেই তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। উত্তর-পশ্চিম ভারত, মধ্য ভারত, পূর্ব ভারত এবং পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যে তাপমাত্রা আগামী কয়েক দিনে স্বাভাবিকের তুলনায় তিন থেকে পাঁচ ডিগ্রি বেশি থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের। রাজস্থানে আগামী ৩ দিনে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। গুজরাটে ২৪ ঘণ্টা একই থাকবে তাপমাত্রা, তারপর থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। (প্রতীকী চিত্র)
advertisement