তার আগেই বুধবার কলকাতায় পা রাখলেন সুস্মিতা। প্রথম বারের গেলেন রাজ্য বিধানসভায়। সেখানে তাঁকে বিধানসভার নানান জিনিস ঘুরিয়ে দেখান তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তবে, সময়াভাবে বেশি ঘুরতে পারেননি তিনি। তবে, পার্থ চট্টোপাধ্যায়কে তিনি জানিয়ে গিয়েছেন, ফের যখন কলকাতায় তিনি আসবেন, তখন আরও ভালো করে ঘুরে দেখবেন বিধানসভা।