High tide: গঙ্গা উপচে বানভাসি হতে পারে কলকাতা! রাত থেকে কোথায় কত বৃষ্টি হল জেনে নিন
- Published by:Tias Banerjee
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
শুক্রবারের টানা বৃষ্টিতে জলমগ্ন শহর। রাতভর বৃষ্টির পর সকালেও বিরাম নেই। এই পরিস্থিতিতে ভেসে গিয়েছে শহরের একাধিক এলাকা। বাইপাস থেকে শুরু করে সেক্টর ৫ জলের তলায়। শনিবার কাজে বেরোতে গিয়ে চরম দুর্ভোগে মানুষ। দেখা গেল জলযন্ত্রণার ছবি।
advertisement
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ এখন গভীর নিম্নচাপে পরিণত। ঝাড়খণ্ডের উপর দিয়ে ক্রমশ বিহার এবং উত্তর প্রদেশের দিকে এগোচ্ছে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাঁকুড়া এবং ক্যানিং-এর উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। পূর্ব-পশ্চিম অক্ষরেখা রাজস্থান থেকে অসম পর্যন্ত যা বাংলার উপর দিয়ে রয়েছে। এই ত্রিফলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বাংলায়। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
advertisement
advertisement
advertisement
শনিবার ভোরে ৪টে থেকে ৬টা কোথায় কত বৃষ্টি হয়েছে শহরে, তার পরিসংখ্যান দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পরমবাজার এলাকায় বৃষ্টি পড়েছে ৪১.৬ মিমি। ঠনঠনিয়া ২৪ মিমি। কুলিয়াট্যাংরা ৩২ মিমি। পাগলা ডাঙা ২১.৪ মিমি। চিংড়িহাটা ৩৯ মিমি। মানিকতলা ৩৩ মিমি। দত্তবাগান ৩২ মিমি। বীরপাড়া ২৭ মিমি। ধাপা ২৪ মিমি। তোপসিয়া ৩৫ মিমি। পাটুলি ১১ মিমি। বালিগঞ্জ ২৩ মিমি। চেতলা ৬ মিমি। যোধপুর পার্ক ২২মিমি, কালীঘাট ১৫ মিমি। বেহালা ১১ মিমি, জোকা ১৯ মিমি এবং গার্ডেন রিচ ৯ মিমি।
advertisement
