Durga Puja 2022| Weather latest update: শুধু ষষ্ঠী নয়, ঠাকুর দেখা মাটি হবে যে দিনগুলোতে...প্ল্যান করুন বুঝে

Last Updated:
কোভিড অতিমারীর প্রকোপ কাটিয়ে এবার পুজোয় চুটিয়ে আনন্দ করার কথা ভেবেছেন সকলে৷ কিন্তু এভাবে বৃষ্টির ফলে মন খারাপ পুজোপ্রেমীদের৷
1/7
আগে থেকেই পূর্বাভাস ছিল৷ আর সেই মতোই ঝমঝম করে বৃষ্টি নামল কলকাতায়৷ ঠাকুর দেখতে বেড়িয়ে মাথায় হাত পড়ল পুজোপ্রেমীদের৷ প্যান্ডেল হপিং-এর প্ল্যানে বড় বাধা তৈরি করল ষষ্ঠীর বিকেলের বৃষ্টি৷
আগে থেকেই পূর্বাভাস ছিল৷ আর সেই মতোই ঝমঝম করে বৃষ্টি নামল কলকাতায়৷ ঠাকুর দেখতে বেড়িয়ে মাথায় হাত পড়ল পুজোপ্রেমীদের৷ প্যান্ডেল হপিং-এর প্ল্যানে বড় বাধা তৈরি করল ষষ্ঠীর বিকেলের বৃষ্টি৷
advertisement
2/7
তবে শুধু ষষ্ঠী নয়, পুজোয় ভেজাবে বৃষ্টি৷ এমনই জানানো হয়েছে৷ হাওয়া অফিস জানিয়েছে যে, সপ্তমী থেকে অক্টোবর পর্যন্ত চলবে এর প্রভাব৷ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়। বৃষ্টির প্রভাব বেশি থাকবে উপকূলের কাছাকাছি জেলাগুলিতে।
তবে শুধু ষষ্ঠী নয়, পুজোয় ভেজাবে বৃষ্টি৷ এমনই জানানো হয়েছে৷ হাওয়া অফিস জানিয়েছে যে, সপ্তমী থেকে অক্টোবর পর্যন্ত চলবে এর প্রভাব৷ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়। বৃষ্টির প্রভাব বেশি থাকবে উপকূলের কাছাকাছি জেলাগুলিতে।
advertisement
3/7
জানানো হয়েছে যে ষষ্ঠীর রাতের পর থেকে বৃষ্টি আরও বাড়তে পারে৷
জানানো হয়েছে যে ষষ্ঠীর রাতের পর থেকে বৃষ্টি আরও বাড়তে পারে৷
advertisement
4/7
কলকাতা বা তার পার্শ্ববর্তী এলাকায় সপ্তমী থেকে দশমীর মধ্যে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশ থাকবে। কোথাও বৃষ্টি বাড়তেও পারে।
কলকাতা বা তার পার্শ্ববর্তী এলাকায় সপ্তমী থেকে দশমীর মধ্যে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশ থাকবে। কোথাও বৃষ্টি বাড়তেও পারে।
advertisement
5/7
ফলে পুজোয়ে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে বেশ সমস্যা পড়বেন সাধারণ মানুষ৷ পন্ড হতে পারে পুজো ঘিরে নানা পরিকল্পনা৷ বিশেষ করে ঠাকুর দেখতে যাওয়া বা খেতে যাওয়ার যে প্ল্যান আগে থেকে করা হয়েছিল তা নিয়ে এখন অনেকেই চিন্তায় পড়েছেন৷
ফলে পুজোয়ে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে বেশ সমস্যা পড়বেন সাধারণ মানুষ৷ পন্ড হতে পারে পুজো ঘিরে নানা পরিকল্পনা৷ বিশেষ করে ঠাকুর দেখতে যাওয়া বা খেতে যাওয়ার যে প্ল্যান আগে থেকে করা হয়েছিল তা নিয়ে এখন অনেকেই চিন্তায় পড়েছেন৷
advertisement
6/7
আগামী ২৪ ঘণ্টায় পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার প্রভাবে বঙ্গোপসাগরের থেকে আসা জলীয় বাষ্পের শক্তি কিছুটা বাড়বে। যার যেরে এই বৃষ্টি৷
আগামী ২৪ ঘণ্টায় পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার প্রভাবে বঙ্গোপসাগরের থেকে আসা জলীয় বাষ্পের শক্তি কিছুটা বাড়বে। যার যেরে এই বৃষ্টি৷
advertisement
7/7
কোভিড অতিমারীর প্রকোপ কাটিয়ে এবার পুজোয় চুটিয়ে আনন্দ করার কথা ভেবেছেন সকলে৷ কিন্তু এভাবে বৃষ্টির ফলে মন খারাপ পুজোপ্রেমীদের৷
কোভিড অতিমারীর প্রকোপ কাটিয়ে এবার পুজোয় চুটিয়ে আনন্দ করার কথা ভেবেছেন সকলে৷ কিন্তু এভাবে বৃষ্টির ফলে মন খারাপ পুজোপ্রেমীদের৷
advertisement
advertisement
advertisement