Teachers Pension: রাজ্যের শিক্ষকদের জন্য বিরাট সুসংবাদ! পুজোর আগেই বড় ঘোষণা, বহু শিক্ষকের চিন্তা শেষ
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Teachers Pension: সাংবাদিক সম্মেলন করে ব্রাত্য বসু জানিয়েছেন, ৬০ বছর পার হওয়া সেই সমস্ত শিক্ষক যাঁরা টানা ১০ বছর কাজ করার অভিজ্ঞতা না-থাকার জন্য পেনশন থেকে বঞ্চিত হচ্ছেন, তাঁদের আদালতের দরজায় গিয়ে দাঁড়াতে হচ্ছে পেনশনের দাবিতে।
advertisement
সাংবাদিক সম্মেলন করে ব্রাত্য বসু জানিয়েছেন, ৬০ বছর পার হওয়া সেই সমস্ত শিক্ষক যাঁরা টানা ১০ বছর কাজ করার অভিজ্ঞতা না-থাকার জন্য পেনশন থেকে বঞ্চিত হচ্ছেন, তাঁদের আদালতের দরজায় গিয়ে দাঁড়াতে হচ্ছে পেনশনের দাবিতে। এক্ষেত্রে ১০ বছরের থেকে পাঁচ-ছয় মাস কম অভিজ্ঞতা থাকার জন্য যাঁরা পেনশন থেকে বঞ্চিত হচ্ছিলেন, এবার তাঁদের পেনশনের ব্যবস্থা করে দেবে রাজ্যশিক্ষা দফতরই।
advertisement
দীর্ঘ দিন ধরেই পেনশনের ক্ষেত্রে বিদ্যালয় শিক্ষা দফতরের নিজস্ব বিধি রয়েছে। সেখানে ১০ বছর নিরবচ্ছিন্ন চাকরির কথা লেখা থাকলেও বলা আছে কোনও ব্যক্তি যদি ন’বছর ছ’মাস বা তার বেশিদিন নিরবচ্ছিন্ন ভাবে চাকরি করে থাকেন তা হলে বাকি সময়টা মার্জনা করার কথা। কিন্তু বিগত দিনে দেখা গিয়েছে এই ধরনের সমস্যায় পড়ে শিক্ষক বা শিক্ষাকর্মীরা আদালতের দ্বারস্থ হতে হয়েছে। এবার সেই সমস্যার সমাধানের কথা জানালেন শিক্ষামন্ত্রী।
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, প্রতি বছর শিক্ষা দফতরের তরফ থেকে জাঁকজমকপূর্ণভাবে শিক্ষক দিবস পালন করা হয় । এবছর অবশ্য আরজি কর আবহে সেই উদযাপন স্থগিত রেখেছে শিক্ষা দফতর । তার বদলে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দিনটিকে পালন করল শিক্ষা দফতর । এদিন শিক্ষা দফতরের সাংবাদিক সম্মেলনে ব্রাত্য বসু ছাড়াও ছিলেন দফতরের সচিব বিনোদ কুমার । ছিলেন অন্যান্য দফতরের আধিকারিকরাও ।