Mt. Everest Climbers Death: এভারেস্ট ছুঁয়েই নিখোঁজ! ১৭ ঘণ্টা শেষে হিলারি স্টেপের কাছে উদ্ধার শিক্ষক সুব্রতর নিথর দেহ, অসুস্থ সঙ্গী রূম্পা
- Reported by:Debashish Chakraborty
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
Mt. Everest Climbers Death: এভারেস্ট অভিযানে গিয়ে নিখোঁজ হয়েছিলেন রানাঘাটের সুব্রত ঘোষ। এদিন এভারেস্ট জয় করে ফেরার পথে নিখোঁজ হয়ে যান তিনি। প্রায় ১৭ ঘন্টা ধরে নিখোঁজ থাকার পরে হিলারি স্টেপের কাছে তাঁর দেহ উদ্ধার হয়।
*মাউন্ট এভারেস্ট অভিযান থেকে ফেরার পথে মৃত্যু বাঙালি পর্বতারোহীর। রানাঘাটের বাসিন্দা পর্বতারোহীর নাম সুব্রত ঘোষ। স্নোয়ি হোরাইজন ট্রেক সংস্থার ম্যানেজিং ডিরেক্টর বোধরাজ ভান্ডারি সুব্রত ঘোষের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার মাউন্ট এভারেস্ট সামিট পয়েন্টের খুব কাছেই হিলারি স্টেপ সংলগ্ন অংশ থেকে তাঁর নিথর দেহ উদ্ধার হয়।
advertisement
advertisement
advertisement
advertisement








