হোম » ছবি » কলকাতা » coronavirus: সল্টলেক স্টেডিয়ামকে ২৫০ বেডের কোভিড হাসপাতালে পরিণত করল রাজ্য
coronavirus: সল্টলেক স্টেডিয়ামকে ২৫০ বেডের কোভিড হাসপাতালে পরিণত করল রাজ্য
Bangla Digital Desk
1/ 5
শুধু দেশ নয় গোটা রাজ্যের করোনা পরিস্থিতি ভয়াবহ। এই অবস্থায় বেডের সমস্যা মেটাতে সল্টলেক স্টেডিয়ামকে কোভিড হাসপাতাল হিসেবে গড়ে তুলল রাজ্য সরকার।
2/ 5
প্রাথমিক ভাবে এই হাসপাতালে ২৫০ টি বেড থাকবে। সরকারকে সাহায্য করবে আমরি হাসপাতাল।
3/ 5
এখানে ২৫০টি বেডের বন্দোবস্ত করা হয়েছে। এখানে অক্সিজেন সহ করোনা চিকিৎসার ব্যবস্থা থাকছে। খরচ বেসরকারি হাসপাতাল থেকে অনেক কম। ভবিষ্যতে গীতাঞ্জলি স্টেডিয়াম, নেতাজি ইন্ডোরেও এমন ফিল্ড হাসপাতাল করার প্রস্তাব দেওয়া হয়েছে রাজ্য সরকারকে।
4/ 5
এখানে আপাতত বেড দেওয়া হবে অ্যাসিম্পটমিক বা সামান্য উপসর্গ আছে এমন রোগীকেই ।
5/ 5
ভবিষ্যতে এখানে আরও ব্যবস্থার উন্নতি করা হবে বলেই জানা গিয়েছে। প্রতি বেডে মিনি অক্সিজেনের ব্যবস্থা রাখা হচ্ছে।
coronavirus: সল্টলেক স্টেডিয়ামকে ২৫০ বেডের কোভিড হাসপাতালে পরিণত করল রাজ্য
এখানে ২৫০টি বেডের বন্দোবস্ত করা হয়েছে। এখানে অক্সিজেন সহ করোনা চিকিৎসার ব্যবস্থা থাকছে। খরচ বেসরকারি হাসপাতাল থেকে অনেক কম। ভবিষ্যতে গীতাঞ্জলি স্টেডিয়াম, নেতাজি ইন্ডোরেও এমন ফিল্ড হাসপাতাল করার প্রস্তাব দেওয়া হয়েছে রাজ্য সরকারকে।