

বুধবার থেকে পশ্চিমবঙ্গে ফের চালু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা৷ তার আগে লোকাল ট্রেন চলাচলের গাইডলাইন প্রকাশ করল রাজ্য সরকার৷ যে জেলাগুলির উপর দিয়ে লোকাল ট্রেনের যাতায়াত বেশি, সেখানকার জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে সোমবার নবান্ন থেকে ভিডিও কনফারেন্সও করে এই গাইডলাইন সম্পর্ক অবহিত করা হয়৷


লোকাল ট্রেন চালু হলে স্টেশন এবং ট্রেনের কামরার ভিতরে ভিড় নিয়ন্ত্রণ করাই রেল ও প্রশাসনের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ৷ শহরতলির স্টেশনগুলিতে ঢোকা ও বেরনোর একাধিক পথ থাকে৷ আপাতত তার মধ্যে মূল দু'- একটি প্রবেশ পথ খুলে রেখে বাকিগুলি বন্ধ করে দেওয়া হচ্ছে৷


স্টেশনে প্রবেশের সময় যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা বা থার্মাল চেকিং ঠিক মতো হচ্ছে কি না, প্রত্যেকে মাস্ক পরছেন কি না, তার উপর রেলের পাশাপাশি স্থানীয় প্রশাসনও নজরদারি চালাবে৷ আরপিএফ এবং জিআরপি-র মধ্যে সমন্বয় বাড়ানো হবে৷


রেলের কামরায় এখনই কোনও হকারকে উঠতে দেওয়া হবে না৷ প্ল্যাটফর্মের স্টলগুলিও বন্ধই রাখা হচ্ছে৷ তবে আগের মতোই প্রয়োজনে ভেন্ডার কামরায় যাতায়াত করতে পারবেন ব্যবসায়ীরা৷


গুরুত্বপূর্ণ স্টেশনগুলি থেকে যাত্রীরা েবরিয়েই যাতে পর্যাপ্ত সংখ্যক যানবাহন পান, তা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসনের কর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে৷ গাইডলাইন যাতে ঠিক মতো মানা হয়, তা জেলা প্রশাসনকে দেখতে বলা হয়েছে৷