এসএসএসি চাকরিহারা শিক্ষকশিক্ষিকাদের আন্দোলনে ধাক্কা...? এবার বড় নির্দেশ দিয়ে দিল হাইকোর্ট

Last Updated:
SSC Case: বিকাশ ভবনে এসএসএসি চাকরিহারা শিক্ষকশিক্ষিকাদের আন্দোলন নিয়ে এবার তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত জানিয়ে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আর বিকাশভবন নয়, স্থানান্তরিত করে দেওয়া হল চাকরিপ্রার্থীদের আন্দোলন।
1/9
বিকাশ ভবনে এসএসএসি চাকরিহারা শিক্ষকশিক্ষিকাদের আন্দোলন নিয়ে এবার তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত জানিয়ে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আর বিকাশভবন নয়, স্থানান্তরিত করে দেওয়া হল চাকরিপ্রার্থীদের আন্দোলন। File Photo
বিকাশ ভবনে এসএসএসি চাকরিহারা শিক্ষকশিক্ষিকাদের আন্দোলন নিয়ে এবার তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত জানিয়ে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আর বিকাশভবন নয়, স্থানান্তরিত করে দেওয়া হল চাকরিপ্রার্থীদের আন্দোলন। File Photo
advertisement
2/9
বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিয়ে জানিয়েছেন, বিকাশভবনে নয়, বিকাশভবনের বিপরীতে সেন্ট্রাল পার্কের মধ্যে হবে আন্দোলন। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চকে মামলায় অন্তর্ভুক্ত করে শুক্রবার এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিয়ে জানিয়েছেন, বিকাশভবনে নয়, বিকাশভবনের বিপরীতে সেন্ট্রাল পার্কের মধ্যে হবে আন্দোলন। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চকে মামলায় অন্তর্ভুক্ত করে শুক্রবার এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
advertisement
3/9
সর্বোচ্চ ২০০ জনের জমায়েতে আন্দোলন করার সম্মতি দিয়েছে আদালত। হাইকোর্টের নির্দেশে বলা হয়েছে ১২ ঘণ্টা অন্তর পালাবদল(রোটেশনাল) করে জমায়েত চালিয়ে যেতে পারবেন আন্দোলনকারীরা।
সর্বোচ্চ ২০০ জনের জমায়েতে আন্দোলন করার সম্মতি দিয়েছে আদালত। হাইকোর্টের নির্দেশে বলা হয়েছে ১২ ঘণ্টা অন্তর পালাবদল(রোটেশনাল) করে জমায়েত চালিয়ে যেতে পারবেন আন্দোলনকারীরা।
advertisement
4/9
এই বিষয়ে আন্দোলনকারীদের তরফে দায়বদ্ধ ১০ আন্দোলনকারীর নাম আজকের মধ্যেই পুলিশকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে আদালত জানিয়েছে, আন্দোলন মঞ্চের জন্য সেন্ট্রাল পার্কে আচ্ছাদন দেওয়ার বন্দোবস্ত করতে হবে। থাকতে হবে পর্যাপ্ত জলের ব্যবস্থাপনা। পর্যাপ্ত বায়ো টয়লেটের ব্যবস্থাপনা।
এই বিষয়ে আন্দোলনকারীদের তরফে দায়বদ্ধ ১০ আন্দোলনকারীর নাম আজকের মধ্যেই পুলিশকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে আদালত জানিয়েছে, আন্দোলন মঞ্চের জন্য সেন্ট্রাল পার্কে আচ্ছাদন দেওয়ার বন্দোবস্ত করতে হবে। থাকতে হবে পর্যাপ্ত জলের ব্যবস্থাপনা। পর্যাপ্ত বায়ো টয়লেটের ব্যবস্থাপনা।
advertisement
5/9
ইতিমধ্যে বিধাননগর উত্তর থানায় অভিযুক্ত আন্দোলনরতদের কারও বিরুদ্ধে পুলিশ গ্রেফতারির মতো কোনও কড়া পদক্ষেপ করবে না বলেও নির্দেশে জানিয়েছে আদালত। বলা হয়েছে, আন্দোলনকারীদের বিরুদ্ধে শোকজ পদক্ষেপ আর কোনও ভাবে ত্বরান্বিত করবে না মধ্যশিক্ষা পর্ষদ। এই বিষয়ে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আন্দোলনকারী বা মামলায় অন্যান্য পক্ষরা চাইলে পাল্টা হলফনামা দিতে পারবে।
ইতিমধ্যে বিধাননগর উত্তর থানায় অভিযুক্ত আন্দোলনরতদের কারও বিরুদ্ধে পুলিশ গ্রেফতারির মতো কোনও কড়া পদক্ষেপ করবে না বলেও নির্দেশে জানিয়েছে আদালত। বলা হয়েছে, আন্দোলনকারীদের বিরুদ্ধে শোকজ পদক্ষেপ আর কোনও ভাবে ত্বরান্বিত করবে না মধ্যশিক্ষা পর্ষদ। এই বিষয়ে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আন্দোলনকারী বা মামলায় অন্যান্য পক্ষরা চাইলে পাল্টা হলফনামা দিতে পারবে।
advertisement
6/9
একনজরে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মন্তব্য :* আপনারা কোন নথিভুক্ত সংগঠন নন। আপনারা পরিস্থিতির চাপে পড়ে এই ধরনের আন্দোলন করছেন। * সুইমিং পুল সংলগ্ন সেন্টাল পার্ক ও বিকাশ ভবনের বিপরীতে অবস্থান করতে পারবেন।
একনজরে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মন্তব্য :* আপনারা কোন নথিভুক্ত সংগঠন নন। আপনারা পরিস্থিতির চাপে পড়ে এই ধরনের আন্দোলন করছেন।* সুইমিং পুল সংলগ্ন সেন্টাল পার্ক ও বিকাশ ভবনের বিপরীতে অবস্থান করতে পারবেন।
advertisement
7/9
* নিজেদের মধ্যে ১০ জন প্রতিনিধিকে আপনারা ঠিক করুন। তাঁদের নাম পুলিশের কাছে জমা রাখতে হবে।* ১২ ঘণ্টা করে রোটেশনালি এই ১০ জন প্রতিনিধি উপস্থিত থাকতে হবে। * দশজনের অধীনে ২০০ জন ওই বিক্ষোভ অবস্থান করতে পারবে।
* নিজেদের মধ্যে ১০ জন প্রতিনিধিকে আপনারা ঠিক করুন। তাঁদের নাম পুলিশের কাছে জমা রাখতে হবে।* ১২ ঘণ্টা করে রোটেশনালি এই ১০ জন প্রতিনিধি উপস্থিত থাকতে হবে।* দশজনের অধীনে ২০০ জন ওই বিক্ষোভ অবস্থান করতে পারবে।
advertisement
8/9
* ২০০ জনের বেশি অবস্থান করতে পারবেন না। ১২ ঘণ্টা করে রোটেশনালি তারা অবস্থান করতে পারবে।* পুলিশ এসে প্রথমে কোনও ব্যবস্থা নেওয়ার আগে ওই ১০ জন প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করবে। * অবস্থান মঞ্চের বাইরে কেউ গণ্ডগোল করলে পুলিশ এসে জানাবে আপনাদের কিসের জন্য তারা পদক্ষেপ করছে।
* ২০০ জনের বেশি অবস্থান করতে পারবেন না। ১২ ঘণ্টা করে রোটেশনালি তারা অবস্থান করতে পারবে।* পুলিশ এসে প্রথমে কোনও ব্যবস্থা নেওয়ার আগে ওই ১০ জন প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করবে।* অবস্থান মঞ্চের বাইরে কেউ গণ্ডগোল করলে পুলিশ এসে জানাবে আপনাদের কিসের জন্য তারা পদক্ষেপ করছে।
advertisement
9/9
* ২০০ জনের বাইরে যদি কেউ উপস্থিত থাকে তিনি তাঁর নিজের দায়িত্বে থাকবে।* পুলিশ তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে অবস্থানরত শিক্ষকরা শান্ত থাকবেন। * উপযুক্ত পুলিশি ব্যবস্থা রাখতে হবে।
* ২০০ জনের বাইরে যদি কেউ উপস্থিত থাকে তিনি তাঁর নিজের দায়িত্বে থাকবে।* পুলিশ তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে অবস্থানরত শিক্ষকরা শান্ত থাকবেন।* উপযুক্ত পুলিশি ব্যবস্থা রাখতে হবে।
advertisement
advertisement
advertisement