SSC নিয়ে শিক্ষকদের 'অর্ধনগ্ন' প্রতিবাদ ঘিরে ধুন্ধুমার! চাকরিহারাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, আটক আন্দোলনকারীরা...

Last Updated:
SSC Agitation: বিকাশ ভবনের সামনে ধুন্ধুমার পরিস্থিতি যে আন্দোলনকারীরা 'অর্ধনগ্ন' প্রতিবাদ শুরু করছিলেন তাঁদের একে একে আটক করা হয়েছে। চাকরিহারাদের সঙ্গে পুলিশের কার্যত ধস্তাধস্তি চলে এই ধরপাকড়ের সময়।
1/5
বিকাশ ভবনের সামনে ধুন্ধুমার পরিস্থিতি যে আন্দোলনকারীরা 'অর্ধনগ্ন' প্রতিবাদ শুরু করছিলেন তাঁদের একে একে আটক করা হয়েছে। চাকরিহারাদের সঙ্গে পুলিশের কার্যত ধস্তাধস্তি চলে এই ধরপাকড়ের সময়।
বিকাশ ভবনের সামনে ধুন্ধুমার পরিস্থিতি যে আন্দোলনকারীরা 'অর্ধনগ্ন' প্রতিবাদ শুরু করছিলেন তাঁদের একে একে আটক করা হয়েছে। চাকরিহারাদের সঙ্গে পুলিশের কার্যত ধস্তাধস্তি চলে এই ধরপাকড়ের সময়।
advertisement
2/5
যদিও চাকরিহারাদের দাবি, তাঁরা কোনও রকম অশান্তি করেননি। শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন। কিন্তু পুলিশ তাঁদের উপর অত্যাচার করে।
যদিও চাকরিহারাদের দাবি, তাঁরা কোনও রকম অশান্তি করেননি। শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন। কিন্তু পুলিশ তাঁদের উপর অত্যাচার করে।
advertisement
3/5
অন্যদিকে পুলিশের কথায়, তাঁরা শালীনতা বজায় রাখছেন না। বিকাশ ভবন চত্বর একটি 'পাবলিক প্লেস'। তাই সেখানে এই ধরনের 'অর্ধনগ্ন' প্রতিবাদ করা যাবে না। .
অন্যদিকে পুলিশের কথায়, তাঁরা শালীনতা বজায় রাখছেন না। বিকাশ ভবন চত্বর একটি 'পাবলিক প্লেস'। তাই সেখানে এই ধরনের 'অর্ধনগ্ন' প্রতিবাদ করা যাবে না। .
advertisement
4/5
ডিসি বিধাননগর অনিস সরকার জানান, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে যদি কোনও প্রতিবাদ কর্মসূচি হয় তাহলে তাঁদের কোনও আপত্তি নেই।
ডিসি বিধাননগর অনিস সরকার জানান, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে যদি কোনও প্রতিবাদ কর্মসূচি হয় তাহলে তাঁদের কোনও আপত্তি নেই।
advertisement
5/5
কিন্তু চাকরিহারারা তা করছেন না। শালীনতা বজায় রাখছেন না। তাই এই ধরনের কোনও প্রতিবাদ কর্মসূচি বরদাস্ত করা হবে না।প্রতিবেদন : রৌনক দত্ত ও সুদীপ্ত সেন
কিন্তু চাকরিহারারা তা করছেন না। শালীনতা বজায় রাখছেন না। তাই এই ধরনের কোনও প্রতিবাদ কর্মসূচি বরদাস্ত করা হবে না।প্রতিবেদন : রৌনক দত্ত ও সুদীপ্ত সেন
advertisement
advertisement
advertisement