Sreebhumi Durga Puja Theme: বিশ্বের সবচেয়ে জাঁকজমকপূর্ণ দেবতার মন্দির এবার শ্রীভূমির দুর্গা মণ্ডপে! খুঁটিপুজোয় প্রকাশ্যে এবারের বিশেষ ভাবনা

Last Updated:
Sreebhumi Durga Puja Theme: বিশ্বের সবচেয়ে ধনী দেবতার মন্দির এবার শ্রীভূমির দুর্গা মণ্ডপে! খুঁটিপুজোয় প্রকাশ্যে  এবারের বিশেষ ভাবনা
1/5
: রথযাত্রার পূর্ণ তিথির মধ্যে দিয়েই শুরু হয়ে গেল দুর্গা পুজোর কাউন্টডাউন। বাকি প্রায় ৯৪ দিনের মত। আবারও পুজো ঘিরে আনন্দে মেতে উঠতে তৈরি হচ্ছে শহর ও শহরতলী। দর্শনার্থীদের কাছে কলকাতার নামকরা পুজো গুলির মধ্যে অন্যতম আকর্ষনের কেন্দ্রবিন্দুতে থাকে লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এবছর তাদের পুজো ৫২ বছরে পদার্পণ করল।
: রথযাত্রার পূর্ণ তিথির মধ্যে দিয়েই শুরু হয়ে গেল দুর্গা পুজোর কাউন্টডাউন। বাকি প্রায় ৯৪ দিনের মত। আবারও পুজো ঘিরে আনন্দে মেতে উঠতে তৈরি হচ্ছে শহর ও শহরতলী। দর্শনার্থীদের কাছে কলকাতার নামকরা পুজো গুলির মধ্যে অন্যতম আকর্ষনের কেন্দ্রবিন্দুতে থাকে লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এবছর তাদের পুজো ৫২ বছরে পদার্পণ করল।
advertisement
2/5
রথযাত্রার শুভক্ষণে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খুঁটি পুজোয় জনসমক্ষে এদিন ঘোষণা করা হল এ বছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর থিমের ভাবনা। এবার এই ক্লাবের ভাবনায় রূপ পেতে চলেছে দক্ষিণ ভারতের বিখ্যাত তিরুপতি বালাজি মন্দির।
রথযাত্রার শুভক্ষণে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খুঁটি পুজোয় জনসমক্ষে এদিন ঘোষণা করা হল এ বছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর থিমের ভাবনা। এবার এই ক্লাবের ভাবনায় রূপ পেতে চলেছে দক্ষিণ ভারতের বিখ্যাত তিরুপতি বালাজি মন্দির।
advertisement
3/5
কথিত, বিশ্বের সবচেয়ে ধনী দেবতা হলেন তিরুপতি বালাজি। সঙ্গে অবশ্যই থাকবে বিশেষ আকর্ষণ হিসেবে, আধুনিক আলোর খেলা। অন্ধপ্রদেশের এই মন্দির দেখার আকর্ষণ রাজ্যের পাশাপাশি দেশের এমনকি বিদেশের মানুষেরও দেখা যায়। তাই এবার এই মন্দিরকেই তুলে আনা হবে শ্রীভূমির দুর্গা পুজোর মণ্ডপ হিসেবে এমনটাই জানান শ্রীভূমি স্পোর্টিংয়ের অন্যতম উদ্যোক্তা সুজিত বসু।
কথিত, বিশ্বের সবচেয়ে ধনী দেবতা হলেন তিরুপতি বালাজি। সঙ্গে অবশ্যই থাকবে বিশেষ আকর্ষণ হিসেবে, আধুনিক আলোর খেলা। অন্ধপ্রদেশের এই মন্দির দেখার আকর্ষণ রাজ্যের পাশাপাশি দেশের এমনকি বিদেশের মানুষেরও দেখা যায়। তাই এবার এই মন্দিরকেই তুলে আনা হবে শ্রীভূমির দুর্গা পুজোর মণ্ডপ হিসেবে এমনটাই জানান শ্রীভূমি স্পোর্টিংয়ের অন্যতম উদ্যোক্তা সুজিত বসু।
advertisement
4/5
জগন্নাথ দেবের পুজোর পাশাপাশি এদিন খুঁটি পুজোরও আয়োজন করা হয় শ্রীভূমিতে। আর এদিনই তিরুপতি মন্দিরের মডেল উদ্বোধন করা হল। উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়, নব নিযুক্ত বরানগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা সায়ন্তিকা, বিধাননগরের মহানাগরিক কৃষ্ণা চক্রবর্তী সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা। সংগীত শিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায় এর গানের মধ্যে দিয়ে এদিন শ্রীভূমির খুঁটি পুজো দেখতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। এই পুজোর মূল উদ্যোক্তা দমকল মন্ত্রী সুজিত বসু। প্রত্যেক বছরই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কোন ও না কোন ও চমক থাকে।
জগন্নাথ দেবের পুজোর পাশাপাশি এদিন খুঁটি পুজোরও আয়োজন করা হয় শ্রীভূমিতে। আর এদিনই তিরুপতি মন্দিরের মডেল উদ্বোধন করা হল। উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়, নব নিযুক্ত বরানগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা সায়ন্তিকা, বিধাননগরের মহানাগরিক কৃষ্ণা চক্রবর্তী সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা। সংগীত শিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায় এর গানের মধ্যে দিয়ে এদিন শ্রীভূমির খুঁটি পুজো দেখতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। এই পুজোর মূল উদ্যোক্তা দমকল মন্ত্রী সুজিত বসু। প্রত্যেক বছরই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কোন ও না কোন ও চমক থাকে।
advertisement
5/5
কোন সময় বাহুবলির সেট, কখনো পদ্মাবত, কখনও আবার পুরীর মন্দির, ভার্টিকান সিটি, ডিজনিল্যান্ডও রূপ পেয়েছে পুজো মণ্ডপের। তাই প্রতিবছরই রাজ্যে বাসির বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে এই ক্লাব। যার জেরে বাড়তি ভির সামলা দিতে পুলিশ প্রশাসনকে। এবছরও মন্ডপ নির্মাণের দায়িত্বে থাকছেন থিম শিল্পী রোমিও হাজরা। প্রতিমা প্রতিবছরের মত এবারও সোনায় মোরা থাকবে বলেও জানান মন্ত্রী সুজিত বসু। তাই জগন্নাথ, বলরাম, সুভদ্রার পুজোর মধ্য দিয়েই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ৫২ বছরের দুর্গাপুজোর খুঁটি পুজো হয়ে গেলো রথযাত্রার দিন। Input-Rudra Narayan Roy
কোন সময় বাহুবলির সেট, কখনো পদ্মাবত, কখনও আবার পুরীর মন্দির, ভার্টিকান সিটি, ডিজনিল্যান্ডও রূপ পেয়েছে পুজো মণ্ডপের। তাই প্রতিবছরই রাজ্যে বাসির বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে এই ক্লাব। যার জেরে বাড়তি ভির সামলা দিতে পুলিশ প্রশাসনকে। এবছরও মন্ডপ নির্মাণের দায়িত্বে থাকছেন থিম শিল্পী রোমিও হাজরা। প্রতিমা প্রতিবছরের মত এবারও সোনায় মোরা থাকবে বলেও জানান মন্ত্রী সুজিত বসু। তাই জগন্নাথ, বলরাম, সুভদ্রার পুজোর মধ্য দিয়েই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ৫২ বছরের দুর্গাপুজোর খুঁটি পুজো হয়ে গেলো রথযাত্রার দিন। Input-Rudra Narayan Roy
advertisement
advertisement
advertisement