Sovan Chatterjee-Baishakhi Banerjee|| বাঁধভাঙা প্রেম! সোহাগে-আদরে বাংলা নববর্ষ কাটালেন শোভন-বৈশাখী, ভাইরাল ছবি...

Last Updated:
Sovan Chatterjee-Baisakhi Banerjee Pohela Baishakh Celebration: রঙ মেলানো পোশাক। চিরাচরিত ছন্দে মেয়ে মহুলকে নিয়ে বাংলা নববর্ষ পালন করলেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। রঙ মিলিয়ে পোশাক পরা তাঁদের কাছে নতুন কিছু নয়। যে কোনও সময়েই বাইরে তাঁদের রঙ মিলিয়ে পোশাক পরতে দেখা যায়।
1/11
*রঙ মেলানো পোশাক। চিরাচরিত ছন্দে মেয়ে মহুলকে নিয়ে বাংলা নববর্ষ পালন করলেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ছবি:ফেসবুক। 
*রঙ মেলানো পোশাক। চিরাচরিত ছন্দে মেয়ে মহুলকে নিয়ে বাংলা নববর্ষ পালন করলেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ছবি:ফেসবুক। 
advertisement
2/11
*এ দিন বৈশাখী বন্দ্যোপাধ্যায় পরেছিলেন সাদা এবং আকাশী নীলের মিশেলে সিল্কের সামী শাড়ি। ছবি:ফেসবুক। 
*এ দিন বৈশাখী বন্দ্যোপাধ্যায় পরেছিলেন সাদা এবং আকাশী নীলের মিশেলে সিল্কের সামী শাড়ি। ছবি:ফেসবুক। 
advertisement
3/11
*কলকাতার প্রাক্তন মেয়র পরেছিলেন পাট ভাঙা নতুন সাদা পাঞ্জাবির সঙ্গে আকাশী ধুতি। ছবি:ফেসবুক। 
*কলকাতার প্রাক্তন মেয়র পরেছিলেন পাট ভাঙা নতুন সাদা পাঞ্জাবির সঙ্গে আকাশী ধুতি। ছবি:ফেসবুক। 
advertisement
4/11
*রঙ মিলিয়ে পোশাক পরা তাঁদের কাছে নতুন কিছু নয়। যে কোনও সময়েই বাইরে তাঁদের রঙ মিলিয়ে পোশাক পরতে দেখা যায়। এমনকি বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বিবাহবিচ্ছেদের দিনেও আদালতে তাঁদের রঙ মিলিয়ে পোশাক পরে আদালিত চত্বরে দেখা গিয়েছিল। ছবি:ফেসবুক। 
*রঙ মিলিয়ে পোশাক পরা তাঁদের কাছে নতুন কিছু নয়। যে কোনও সময়েই বাইরে তাঁদের রঙ মিলিয়ে পোশাক পরতে দেখা যায়। এমনকি বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বিবাহবিচ্ছেদের দিনেও আদালতে তাঁদের রঙ মিলিয়ে পোশাক পরে আদালিত চত্বরে দেখা গিয়েছিল। ছবি:ফেসবুক। 
advertisement
5/11
*বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং অধ্যাপক মনজিৎ মণ্ডলের একমাত্র সন্তান মহুল প্রথম থেকেই মা এবং শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে থাকে। ছোট্ট মহুলকেও রঙ মিলিয়ে পোশাক পরতে দেখা গিয়েছে বছর পয়লায়। ছবি:ফেসবুক। 
*বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং অধ্যাপক মনজিৎ মণ্ডলের একমাত্র সন্তান মহুল প্রথম থেকেই মা এবং শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে থাকে। ছোট্ট মহুলকেও রঙ মিলিয়ে পোশাক পরতে দেখা গিয়েছে বছর পয়লায়। ছবি:ফেসবুক। 
advertisement
6/11
*এ দিন সন্ধ্যায় তাঁরা লেক কালীবাড়িতে গিয়েছিলেন পুজো দিতে। পরে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের মায়ের সঙ্গেও দেখা করতে যান।  সেই সব ছবি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন  দু'জনে। ছবি:ফেসবুক। 
*এ দিন সন্ধ্যায় তাঁরা লেক কালীবাড়িতে গিয়েছিলেন পুজো দিতে। পরে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের মায়ের সঙ্গেও দেখা করতে যান।  সেই সব ছবি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন  দু'জনে। ছবি:ফেসবুক। 
advertisement
7/11
*তবে বিশেষ নজর কেড়েছে যুগলের একটি ছবি। সেখানে শোভন চট্টোপাধ্যায়ের  এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছে একে অপরের পুরিপূরকরূপে। ক্যাপশনে লিখেছেন, 'সোহাগে আদরে'। অর্থাৎ, ভালবাসায় যে তাঁদের নিত্যদিন কাটছে, তা আর বলার অপেক্ষা রাখে না। ছবি:ফেসবুক।
*তবে বিশেষ নজর কেড়েছে যুগলের একটি ছবি। সেখানে শোভন চট্টোপাধ্যায়ের  এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছে একে অপরের পুরিপূরকরূপে। ক্যাপশনে লিখেছেন, 'সোহাগে আদরে'। অর্থাৎ, ভালবাসায় যে তাঁদের নিত্যদিন কাটছে, তা আর বলার অপেক্ষা রাখে না। ছবি:ফেসবুক।
advertisement
8/11
*লেক কালীমন্দিরে পুজো দিচ্ছেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ছবি:ফেসবুক। 
*লেক কালীমন্দিরে পুজো দিচ্ছেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ছবি:ফেসবুক। 
advertisement
9/11
*লেক কালীবাড়ির সামনে নববর্ষের সন্ধ্যায় শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ছবি:ফেসবুক। 
*লেক কালীবাড়ির সামনে নববর্ষের সন্ধ্যায় শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ছবি:ফেসবুক। 
advertisement
10/11
*নববর্ষের সাজে বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ছবি:ফেসবুক। 
*নববর্ষের সাজে বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ছবি:ফেসবুক। 
advertisement
11/11
*নববর্ষের সাজে শোভন চট্টোপাধ্যায়। ছবি:ফেসবুক। 
*নববর্ষের সাজে শোভন চট্টোপাধ্যায়। ছবি:ফেসবুক। 
advertisement
advertisement
advertisement