Trains Cancelled in Sealdah : ১০০-র কাছাকাছি ট্রেন বাতিল শিয়ালদহ শাখায়, সোমবার চরম দুর্ভোগ নিত্যযাত্রীদের, বাড়ি থেকে বেরনোর আগে সাবধান!

Last Updated:
Trains Cancelled in Sealdah : আগামী সোমবার শিয়ালদহ শাখায় বাতিল থাকবে প্রায় ১০০-টির বেশি ট্রেন৷ পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, যে দোলের দিন অর্থাৎ ২৫ মার্চ যাত্রীর সংখ্যা অত্যন্ত কম থাকে৷ সেই কারণেই বাতিল করা হয় একাধিক ট্রেন৷
1/6
আগামী সোমবার শিয়ালদহ শাখায় বাতিল থাকবে প্রায় ১০০-টির বেশি ট্রেন৷ পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, যে দোলের দিন  অর্থাৎ ২৫ মার্চ যাত্রীর সংখ্যা অত্যন্ত কম থাকে৷ সেই কারণেই বাতিল করা হয় একাধিক ট্রেন৷
আগামী সোমবার শিয়ালদহ শাখায় বাতিল থাকবে প্রায় ১০০-টির বেশি ট্রেন৷ পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, যে দোলের দিন অর্থাৎ ২৫ মার্চ যাত্রীর সংখ্যা অত্যন্ত কম থাকে৷ সেই কারণেই বাতিল করা হয় একাধিক ট্রেন৷
advertisement
2/6
প্রতিবারের মতো এবারেও দোলের দিন শিয়ালদহ শাখায় একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে৷ বিশেষত, সকালের দিকের ট্রেনগুলি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে পূর্ব রেলের পক্ষ থেকে৷
প্রতিবারের মতো এবারেও দোলের দিন শিয়ালদহ শাখায় একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে৷ বিশেষত, সকালের দিকের ট্রেনগুলি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে পূর্ব রেলের পক্ষ থেকে৷
advertisement
3/6
দোলের দিন বাড়ি থেকে বেরনোর আগে সাবধান৷  কারণ এই দিন রাস্তায় বেরলে চরম ভোগান্তি হতে পারে৷ তাই বাড়ি থেকে বাইরে বেরনোর আগে ট্রেনের তালিকা  অবশ্যই দেখে নিন৷
দোলের দিন বাড়ি থেকে বেরনোর আগে সাবধান৷ কারণ এই দিন রাস্তায় বেরলে চরম ভোগান্তি হতে পারে৷ তাই বাড়ি থেকে বাইরে বেরনোর আগে ট্রেনের তালিকা অবশ্যই দেখে নিন৷
advertisement
4/6
কোন কোন ট্রেন বাতিল হয়েছে সেই বাতিল হয়েছে তা না জানলে চরম সমস্যায় পড়তে পারেন৷ যেমন-  শিয়ালদহ-শান্তিপুর লোকাল, শিয়ালদহ-ব্যারাকপুর লোকাল, শিয়ালদহ-রানাঘাট লোকাল, , শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি জংশন লোকাল, শিয়ালদহ-নৈহাটি লোকাল, শিয়ালদহ-বর্ধমান লোকালের মতো ট্রেন বাতিল রয়েছে।
কোন কোন ট্রেন বাতিল হয়েছে সেই বাতিল হয়েছে তা না জানলে চরম সমস্যায় পড়তে পারেন৷ যেমন- শিয়ালদহ-শান্তিপুর লোকাল, শিয়ালদহ-ব্যারাকপুর লোকাল, শিয়ালদহ-রানাঘাট লোকাল, , শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি জংশন লোকাল, শিয়ালদহ-নৈহাটি লোকাল, শিয়ালদহ-বর্ধমান লোকালের মতো ট্রেন বাতিল রয়েছে।
advertisement
5/6
২৫ মার্চ দোলের দিন বিশেষ করে সোমবার মেন লাইন,  সেন্ট্রাল শাখা, সার্কুলার রেল, সিসিআর লাইন, শিয়ালদহ দক্ষিণ শাখায় একাধিক ট্রেন বাতিল থাকবে।
২৫ মার্চ দোলের দিন বিশেষ করে সোমবার মেন লাইন, সেন্ট্রাল শাখা, সার্কুলার রেল, সিসিআর লাইন, শিয়ালদহ দক্ষিণ শাখায় একাধিক ট্রেন বাতিল থাকবে।
advertisement
6/6
গত সপ্তাহের শেষ ও এই সপ্তাহের শুরুতে সিগন্যালিং ব্যবস্থার আধুনিকীকরণের জন্য প্রায় ৫২ ঘন্টা ধরে দমদম স্টেশনে নন-ইন্টারলকিংয়ের কাজ চলেছিল৷ যার কারণে শিয়ালদহ মেন এবং শিয়ালদহ বনগাঁ শাখায়  ১৪৩টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছিল৷ যার জেরে চরম ভোগান্তির শিকার হয়েছিলেন যাত্রীরা৷
গত সপ্তাহের শেষ ও এই সপ্তাহের শুরুতে সিগন্যালিং ব্যবস্থার আধুনিকীকরণের জন্য প্রায় ৫২ ঘন্টা ধরে দমদম স্টেশনে নন-ইন্টারলকিংয়ের কাজ চলেছিল৷ যার কারণে শিয়ালদহ মেন এবং শিয়ালদহ বনগাঁ শাখায় ১৪৩টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছিল৷ যার জেরে চরম ভোগান্তির শিকার হয়েছিলেন যাত্রীরা৷
advertisement
advertisement
advertisement