অশনি সরাসরি বাংলার উপকূলে আছড়ে না পড়লেও, এই ঘূর্নিঝড়ের প্রভাবে রাজ্যের বিভিন্ন অংশে হালকা, মাঝারি ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে বুধবার সাংবাদিক বৈঠক থেকে বলা হয়েছে, অশনির ফলে বৃষ্টি বাড়বে রাজ্যে। (তথ্য - বিশ্বজিৎ সাহা)
2/ 5
আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, অশনির প্রভাবে রাজ্যের ৫ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রাজ্যে আজ, অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টি চলবে
3/ 5
আপাতত অশনির যাত্রা পথ রয়েছে উত্তর ও উত্তর পূর্ব দিকে। ইতিমধ্যে প্রবল ঘূর্ণিঝড়ের যে প্রবণতা রয়েছে তাতে দেখা গিয়েছে, এটি ঘূর্ণিঝড়ের থেকে ক্রমে গভীর নিম্নচাপে পরিণত হবে। সেই কারণেই উপকূলে আর বৃষ্টির প্রভাব পড়বে না।
4/ 5
এ ছাড়া সতর্ক করা হয়েছে উত্তরবঙ্গকেও। উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া উত্তরবঙ্গে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিকে হাওয়া বইবে। উত্তরবঙ্গে ৫টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
5/ 5
আপাতত উপকূলে মৎসজীবীদের আগামী ১৩ মে পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি, পর্যটকদেরও সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা থাকছে ১২ মে পর্যন্ত।