তাণ্ডব শুরুর আগে ঠিক কেমন রূপ ধারণ করেছিল এই তিলোত্তমা? ছবি দেখলে ভয় পাবেন

Last Updated:
বিধ্বংসী আমফানে যে বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে বাংলায়, সেকথা বুধবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
1/6
• এ যেন ঠিক নটরাজের প্রলয় নৃত্যের আগে তাঁর রণংদেহী মূর্তি । গতকালের কলকাতাও ঠিক তেমনই রূপ ধারণ করেছিল ধ্বংসলীলা শুরুর কয়েক মুহূর্ত আগে ।
• এ যেন ঠিক নটরাজের প্রলয় নৃত্যের আগে তাঁর রণংদেহী মূর্তি । গতকালের কলকাতাও ঠিক তেমনই রূপ ধারণ করেছিল ধ্বংসলীলা শুরুর কয়েক মুহূর্ত আগে ।
advertisement
2/6
• কলকাতার উপর দিয়ে সর্বাধিক ১৩০ কিমি বেগে বয়ে গিয়েছে সুপার সাইক্লোন আমফুন । গত পাঁচ দশকে এমন ঝড় দেখেনি শহরবাসী ।
• কলকাতার উপর দিয়ে সর্বাধিক ১৩০ কিমি বেগে বয়ে গিয়েছে সুপার সাইক্লোন আমফুন । গত পাঁচ দশকে এমন ঝড় দেখেনি শহরবাসী ।
advertisement
3/6
• আমফুনের দাপট কলকাতায় শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তটা যেন নিজের ভয়ঙ্কর রূপ দেখিয়ে বুঝিয়ে দিতে চেয়েছিল ঠিক কত ভয়ানক প্রলয় আসতে চলেছে ।
• আমফুনের দাপট কলকাতায় শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তটা যেন নিজের ভয়ঙ্কর রূপ দেখিয়ে বুঝিয়ে দিতে চেয়েছিল ঠিক কত ভয়ানক প্রলয় আসতে চলেছে ।
advertisement
4/6
• ঘন কালো মেঘ নয়, যেন আলকাতরা ঢেলে দিয়ে গিয়েছে কেউ আকাশ জুড়ে । তার মধ্যেই দাঁড়িয়ে রয়েছে শ্বেতশুভ্র ভিক্টোরিয়া মেমোরিয়াল, হাওড়া ব্রিজ ।
• ঘন কালো মেঘ নয়, যেন আলকাতরা ঢেলে দিয়ে গিয়েছে কেউ আকাশ জুড়ে । তার মধ্যেই দাঁড়িয়ে রয়েছে শ্বেতশুভ্র ভিক্টোরিয়া মেমোরিয়াল, হাওড়া ব্রিজ ।
advertisement
5/6
• ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শহর কলকাতা ৷ তিলোত্তমাকে আবার সারিয়ে তুলতে সময় লাগবে প্রায় এক সপ্তাহ । কত হাজার, লক্ষ টাকার ক্ষতি হয়েছে তা এখনও হিসেব করে উঠতে পারেনি সরকারও ।
• ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শহর কলকাতা ৷ তিলোত্তমাকে আবার সারিয়ে তুলতে সময় লাগবে প্রায় এক সপ্তাহ । কত হাজার, লক্ষ টাকার ক্ষতি হয়েছে তা এখনও হিসেব করে উঠতে পারেনি সরকারও ।
advertisement
6/6
• বিধ্বংসী আমফানে যে বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে বাংলায়, সেকথা বুধবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, দুই ২৪ পরগণার একেবারে শেষ হয়ে গিয়েছে ৷ ক্ষতি হয়েছে দুই মেদিনীপুরেরও ৷ একদিকে করোনার সঙ্গে লড়াই, লকডাউনের আর্থিক ক্ষতি, তারই মধ্যে এই সাইক্লোনের ধ্বংশলীলায় রীতিমত নাস্তানাবুদ বাংলা ৷
• বিধ্বংসী আমফানে যে বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে বাংলায়, সেকথা বুধবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, দুই ২৪ পরগণার একেবারে শেষ হয়ে গিয়েছে ৷ ক্ষতি হয়েছে দুই মেদিনীপুরেরও ৷ একদিকে করোনার সঙ্গে লড়াই, লকডাউনের আর্থিক ক্ষতি, তারই মধ্যে এই সাইক্লোনের ধ্বংশলীলায় রীতিমত নাস্তানাবুদ বাংলা ৷
advertisement
advertisement
advertisement