Sealdah Metro: অত্যাধুনিক, ঝাঁ-চকচকে শিয়ালদহ মেট্রো স্টেশন তৈরি! বৃহস্পতিবার থেকে যাত্রা করবেন সাধারণ মানুষ
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Sealdah Metro: সেই শিয়ালদহ স্টেশন সাধারণের জন্য খুলে যাবে বৃহস্পতিবার থেকে। কখন থেকে কখন পর্যন্ত চলবে মেট্রো, কত ভাড়া সেই বিষয়ে বিস্তারিত জানিয়েছে রেল।
বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে শিয়ালদহ মেট্রো স্টেশন। সোমবার সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ মেট্রো রুটের উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। ঝাঁ-চকচকে, অত্যাধুনিক স্টেশন সোমবার ঘুরেও দেখেছিলেন স্মৃতি। বলেছিলেন, এ যেন আধুনিক ভারত নির্মাণের স্বপ্নের বাস্তবায়ন।
advertisement
সেই শিয়ালদহ স্টেশন সাধারণের জন্য খুলে যাবে বৃহস্পতিবার থেকে। কখন থেকে কখন পর্যন্ত চলবে মেট্রো, কত ভাড়া সেই বিষয়ে বিস্তারিত জানিয়েছে মেট্রো রেল।
advertisement
ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ থেকে সর্বনিম্ন ভাড়া হচ্ছে ১০ টাকা। আর সর্বোচ্চ ভাড়া ২০ টাকা। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভের দিকে প্রথম স্টেশন ফুলবাগান। সেখানে যেতে ভাড়া পড়বে ১০ টাকা। তার পরের স্টেশন সল্টলেক স্টেডিয়ামে নামলেও ভাড়া ১০ টাকা।
advertisement
তবে শিয়ালদহ থেকে সরাসরি সেক্টর ফাইভ যেতে খরচ পড়বে মোট ২০ টাকা। রেলের পক্ষ থেকে সোমবারই সাংবাদিক বৈঠকে বলা হয়, এশিয়ার ব্যস্ততম রেল স্টেশন শিয়ালদহের মেট্রো স্টেশনে দৈনিক ৪০ হাজার যাত্রী হতে পারে।
advertisement
সেই কারণেই বিপুল আয়োজন থাকছে স্টেশনে। থাকছে মোট ২৭টি টিকিট কাউন্টার। থাকছে এস্কেলেটর, লিফটের ব্যবস্থাও। এই স্টেশনে যেহেতু যাত্রী সংখ্যা অত্যাধিক বেশি হতে পারে, তাই মেট্রোর কামরা থেকে নামার জন্য দুদিকেই থাকছে প্ল্যাটফর্ম।
advertisement
রেলের পক্ষ থেকে বলা হয়েছে, এই মেট্রোয় সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত মেট্রো পরিষেবা পাবেন যাত্রীরা। ট্রেনের সংখ্যা থাকছে পর্যাপ্ত। ব্যবধান কমানো হয়েছে দুটি ট্রেনের।
advertisement
আপাতত শনিবারও মিলবে ট্রেন। প্রতিদিন ১০০টি ট্রেন চলবে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। শিয়ালদহ ট্রেন যোগাযোগের প্রধানতম কেন্দ্র হওয়ায় সেক্টর ফাইভের অফিস পাড়া মুখী যাত্রীরা এখন থেকেই বাসে বা অন্য বাহনে এত দিন অফিস যেতেন।
advertisement