Sandip Ghosh-RG Kar Case: সন্দীপ-অভিজিতের মোবাইলে ওগুলো কীসের ভিডিও? আরজি কর কাণ্ডে বিরাট মোড়! ভয়ঙ্কর দাবি সিবিআইয়ের
- Reported by:Arpita Hazra
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Sandip Ghosh-RG Kar Case: ঘটনাস্থলের ভিডিও রেকর্ড মিলেছে দুজনের মোবাইল থেকে।
advertisement
advertisement
অভিযুক্ত অভিজিতের আইনজীবী বলেন, ''খুন ও ধর্ষণে অভিজিৎ আগে থেকে যুক্ত ছিল কিনা, সেটা তো দেখাতে হবে। এতদিন সময় পেল, তাতে মূল অপরাধের সঙ্গে কোনও যোগাযোগ রয়েছে কিনা, সিবিআই কী পেয়েছে সে সম্পর্কে? নেক্সসাস না দেখালে সেটা প্রমাণিত হবে না। অভিজিৎবাবুর আসার আগে অনেকে ঢুকেছিল ঘটনাস্থলে। তাহলে সেখানে প্রমাণ লোপাটে অভিজিৎবাবু কীভাবে যুক্ত হতে পারেন? জেল হেফাজতে ফের নেওয়ার কী কারণ?''
advertisement
advertisement
advertisement
সিবিআইয়ের আইনজীবী পাল্টা এরপর বলেন, ''সঞ্জয়ের বিরুদ্ধে বায়োলজিকাল এভিডেন্স মেলে। ঘটনাস্থলে প্রমাণ মিলেছে। ৬০ দিনের আগে চার্জশিট দেওয়া হয়েছে। সন্দীপ অধ্যক্ষ ছিলেন। অভিজিৎ সেখানে ওসি ছিলেন। সন্দীপ ও অভিজিৎ একে অপরকে চেনেন। কথা হয়েছিল। আমরা সেটাই দেখছি যে ষড়যন্ত্রতে পূর্ব পরিকল্পিত ভাবে যুক্ত ছিল কিনা। আমরা এরকম বলিনি যে চার্জাশিট মানে তদন্ত শেষ। আমরা প্রাথমিক ভাবে সঞ্জয়ের মূল কেসে প্রত্যক্ষ ভাবে যুক্ত থাকার বিষয় জানিয়েছি চার্জশিটে।''
advertisement
advertisement
advertisement






