In Pics: হঠাৎ ঝড়ের মধ্যে পড়লে না ঘাবড়ে এগুলো মাথায় রাখুন

Last Updated:
1/7
সন্ধেবেলা বাড়ি ফেরার সময় কাল ঝড়ের মধ্যে পড়েছিলেন? প্রবল ঝড়ে দিশাহারা অবস্থায় অনেককেই পড়তে হয়েছে৷ এইসময় প্রায়ই ঝড়-বৃষ্টি, বিদ্যুৎ চমকানোর সম্ভাবনা রয়েছে৷ রাস্তায় বেরিয়ে বিপদে বিপদে পড়লে তাই ঘাবড়ে যাবেন না৷ বিপদ এড়িয়ে নিজেকে সুরক্ষিত রাখতে এই বিষয়গুলো মাথায় রাখুন৷
সন্ধেবেলা বাড়ি ফেরার সময় কাল ঝড়ের মধ্যে পড়েছিলেন? প্রবল ঝড়ে দিশাহারা অবস্থায় অনেককেই পড়তে হয়েছে৷ এইসময় প্রায়ই ঝড়-বৃষ্টি, বিদ্যুৎ চমকানোর সম্ভাবনা রয়েছে৷ রাস্তায় বেরিয়ে বিপদে বিপদে পড়লে তাই ঘাবড়ে যাবেন না৷ বিপদ এড়িয়ে নিজেকে সুরক্ষিত রাখতে এই বিষয়গুলো মাথায় রাখুন৷
advertisement
2/7
যত তাড়াতাড়ি সম্ভব কোনও শেড বা ছাউনি রয়েছে এমন জাযগায গিযে দাঁড়ানোর চেষ্টা করুন৷ বাস স্ট্যান্ড, দোকানের শেড-র নীচে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করুন৷ সঙ্গে ছাতা থাকলেও বা গন্তব্য খুব কাছে হলেও রাস্তায় তাড়াতাড়ি হেঁটে বাড়ি পৌঁছনোর চেষ্টা করবেন না৷
যত তাড়াতাড়ি সম্ভব কোনও শেড বা ছাউনি রয়েছে এমন জাযগায গিযে দাঁড়ানোর চেষ্টা করুন৷ বাস স্ট্যান্ড, দোকানের শেড-র নীচে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করুন৷ সঙ্গে ছাতা থাকলেও বা গন্তব্য খুব কাছে হলেও রাস্তায় তাড়াতাড়ি হেঁটে বাড়ি পৌঁছনোর চেষ্টা করবেন না৷
advertisement
3/7
 যতটা সম্ভব নিচু জায়গায় থাকার চেষ্টা করুন৷ উঁচু ফুটপাথ বা ব্রিজের উপর না থেকে রাস্তা বা মাঠ দিয়ে হাঁটার চেষ্টা করুন৷ যত নিচু জায়গায় থাকবেন তত বেশি সুরক্ষিত থাকবেন৷
যতটা সম্ভব নিচু জায়গায় থাকার চেষ্টা করুন৷ উঁচু ফুটপাথ বা ব্রিজের উপর না থেকে রাস্তা বা মাঠ দিয়ে হাঁটার চেষ্টা করুন৷ যত নিচু জায়গায় থাকবেন তত বেশি সুরক্ষিত থাকবেন৷
advertisement
4/7
জলাশয় এড়িয়ে চলুন৷ জল খুব তাড়াতাড়ি তড়িতাহত হয়৷ তাই পুকুর বা খালের পাশ দিয়ে হাঁটা এড়িয়ে চলুন৷ রাস্তায় জল জমে থাকলে এড়িয়ে চলার চেষ্টা করুন৷
জলাশয় এড়িয়ে চলুন৷ জল খুব তাড়াতাড়ি তড়িতাহত হয়৷ তাই পুকুর বা খালের পাশ দিয়ে হাঁটা এড়িয়ে চলুন৷ রাস্তায় জল জমে থাকলে এড়িয়ে চলার চেষ্টা করুন৷
advertisement
5/7
ঝড়ে পড়লে বা বিদ্যুৎ চমকালে গাড়িতে থাকা বেশি নিরাপদ না হলেও রাস্তায় থাকার তুলনায় নিরাপদে থাকবেন৷ তাই গাড়ি থাকলে তাড়াতাড়ি গাড়িতে উঠে বসুন বা বাসে ওঠার সুযোগ থাকলে উঠে পড়ুন৷
ঝড়ে পড়লে বা বিদ্যুৎ চমকালে গাড়িতে থাকা বেশি নিরাপদ না হলেও রাস্তায় থাকার তুলনায় নিরাপদে থাকবেন৷ তাই গাড়ি থাকলে তাড়াতাড়ি গাড়িতে উঠে বসুন বা বাসে ওঠার সুযোগ থাকলে উঠে পড়ুন৷
advertisement
6/7
বিদ্যুৎ চমকালে ছাউনির নীচে গিয়ে দাঁড়ানো উচিত হলেও কোনও অস্থায়ী তাঁবু বা প্যাভিলিয়নের নীচে গিয়ে দাঁড়াবেন না৷ এইসব অস্থায়ী ছাউনি সাধারণত ধাতব কাঠামোর উপর বনানো হয়৷ যা ঝড়-বৃষ্টির সময় আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে৷
বিদ্যুৎ চমকালে ছাউনির নীচে গিয়ে দাঁড়ানো উচিত হলেও কোনও অস্থায়ী তাঁবু বা প্যাভিলিয়নের নীচে গিয়ে দাঁড়াবেন না৷ এইসব অস্থায়ী ছাউনি সাধারণত ধাতব কাঠামোর উপর বনানো হয়৷ যা ঝড়-বৃষ্টির সময় আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে৷
advertisement
7/7
ভুলেও ফোন ব্যবহার করবেন না৷ সম্ভব হলে সুইচ অফ করে দিন৷ সম্ভব না হলে ভেজা হাতে ফোন ছোঁবেন না৷  ফোন ব্যাগে ঢুকিয়ে রেখে দিন৷
ভুলেও ফোন ব্যবহার করবেন না৷ সম্ভব হলে সুইচ অফ করে দিন৷ সম্ভব না হলে ভেজা হাতে ফোন ছোঁবেন না৷ ফোন ব্যাগে ঢুকিয়ে রেখে দিন৷
advertisement
advertisement
advertisement