KK Mystery Death|| KK নেই! ফাঁকা নজরুল মঞ্চে পড়ে রইল প্লে লিস্ট, জীবনের শেষ মুহূর্তে গাইলেন যেসব গান...

Last Updated:
KK 20 song playlist for Najrul Mancha: মঙ্গলবার গুরুদাস কলেজের অনুষ্ঠানে নজরুল মঞ্চে এসেছিলেন সঙ্গীতশিল্পী কেকে৷ অভিযোগ, নজরুল মঞ্চে আড়াই হাজারের কাছাকাছি দর্শকাসন থাকলেও ভিড় হয়েছিল তার দ্বিগুনেরও অনেক বেশি৷ সেখানেই অসুস্থ হয়ে পড়েন কেকে।
1/9
*মঙ্গলবার গুরুদাস কলেজের অনুষ্ঠানে নজরুল মঞ্চে এসেছিলেন সঙ্গীতশিল্পী কেকে৷ অভিযোগ, নজরুল মঞ্চে আড়াই হাজারের কাছাকাছি দর্শকাসন থাকলেও ভিড় হয়েছিল তার দ্বিগুনেরও অনেক বেশি৷ সেখানেই অসুস্থ হয়ে পড়েন কেকে। এরপর তাঁকে প্রথমে হোটেল এবং সেখান থেকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। 
*মঙ্গলবার গুরুদাস কলেজের অনুষ্ঠানে নজরুল মঞ্চে এসেছিলেন সঙ্গীতশিল্পী কেকে৷ অভিযোগ, নজরুল মঞ্চে আড়াই হাজারের কাছাকাছি দর্শকাসন থাকলেও ভিড় হয়েছিল তার দ্বিগুনেরও অনেক বেশি৷ সেখানেই অসুস্থ হয়ে পড়েন কেকে। এরপর তাঁকে প্রথমে হোটেল এবং সেখান থেকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। 
advertisement
2/9
*কেকে পাড়ি দিয়েছেন না ফেরার দেশে কিন্তু ফাঁকা নজরুল মঞ্চে পড়ে রইল প্লে লিস্ট। এমনই একটি ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে রয়েছে ২০টি জনপ্রিয় গান, যে সব গান এখনও নিত্যদিন মুখে মুখে ফেরে। 
*কেকে পাড়ি দিয়েছেন না ফেরার দেশে কিন্তু ফাঁকা নজরুল মঞ্চে পড়ে রইল প্লে লিস্ট। এমনই একটি ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে রয়েছে ২০টি জনপ্রিয় গান, যে সব গান এখনও নিত্যদিন মুখে মুখে ফেরে। 
advertisement
3/9
*জীবনের শেষ মুহূর্তে কী কী গান গেয়েছেন কে কে? যে তালিকা মিলেছে সেই অনুযায়ী কেকে-এর প্রথম গান ছিল 'তু আশিকি হ্যায়' এবং শেষ গান 'ইয়াদ আয়েঙ্গে পল'। 
*জীবনের শেষ মুহূর্তে কী কী গান গেয়েছেন কে কে? যে তালিকা মিলেছে সেই অনুযায়ী কেকে-এর প্রথম গান ছিল 'তু আশিকি হ্যায়' এবং শেষ গান 'ইয়াদ আয়েঙ্গে পল'। 
advertisement
4/9
*জানা গিয়েছে, এ দিন অনুষ্ঠানের মাঝপথে ১৫ মিনিটের জন্য বিশ্রাম নেন শারিরীক অসুস্থতা বোধ করায়। মঞ্চের পিছনে আর্টিস্ট রুমে বেশ কিছুটা সময় কাটিয়ে ফের মঞ্চে ওঠেন কেকে। তবে শেষ মুহূর্ত পর্যন্ত কুড়িটি গান উপহার দেন দর্শকদের।
*জানা গিয়েছে, এ দিন অনুষ্ঠানের মাঝপথে ১৫ মিনিটের জন্য বিশ্রাম নেন শারিরীক অসুস্থতা বোধ করায়। মঞ্চের পিছনে আর্টিস্ট রুমে বেশ কিছুটা সময় কাটিয়ে ফের মঞ্চে ওঠেন কেকে। তবে শেষ মুহূর্ত পর্যন্ত কুড়িটি গান উপহার দেন দর্শকদের।
advertisement
5/9
*এ দিন কেকে-এর তালিকায় ছিল 'দিল ইবাদত', 'মেরে বিনা', 'তুহি মেরি সব হ্যায়', 'আজবসি', তু জো মিলা', 'খুদা জানে', তুনে মারি এন্ট্রিয়া', 'দেশি বয়েজ', 'কোয়ি ক্যাহে' ছাড়াও আরও বেশ কিছু গান।    
*এ দিন কেকে-এর তালিকায় ছিল 'দিল ইবাদত', 'মেরে বিনা', 'তুহি মেরি সব হ্যায়', 'আজবসি', তু জো মিলা', 'খুদা জানে', তুনে মারি এন্ট্রিয়া', 'দেশি বয়েজ', 'কোয়ি ক্যাহে' ছাড়াও আরও বেশ কিছু গান।    
advertisement
6/9
*কলকাতায় শোয়ের জন্য বেশ উৎসাহী দেখা গিয়েছিল কলকাতার ভক্তদের। KK নিজেও বেশ উৎসাহী ছিলেন। তিনি বলেন, 'কলকাতা, গেট রেডি। আমি আসছি। ৩০ এবং ৩১ মে শহরে শো রয়েছে। ৩০ তারিখ বিবেকানন্দ কলেজের আয়োজিত ফেস্টে নজরুল মঞ্চে এবং গুরুদাস মহাবিদ্যালয়ের জন্য শো ৩১ মে।'
*কলকাতায় শোয়ের জন্য বেশ উৎসাহী দেখা গিয়েছিল কলকাতার ভক্তদের। KK নিজেও বেশ উৎসাহী ছিলেন। তিনি বলেন, 'কলকাতা, গেট রেডি। আমি আসছি। ৩০ এবং ৩১ মে শহরে শো রয়েছে। ৩০ তারিখ বিবেকানন্দ কলেজের আয়োজিত ফেস্টে নজরুল মঞ্চে এবং গুরুদাস মহাবিদ্যালয়ের জন্য শো ৩১ মে।'
advertisement
7/9
*মঙ্গলবার ওই অনুষ্ঠানেি কেকে-র আগে গান গেয়েছিলেন শিল্পী শুভলক্ষ্মী৷ তাঁর অবশ্য দাবি, ভিড় থাকলেও অনুষ্ঠান চলাকালীন কেকে- কে দেখে অসুস্থ মনে হয়নি৷
*মঙ্গলবার ওই অনুষ্ঠানেি কেকে-র আগে গান গেয়েছিলেন শিল্পী শুভলক্ষ্মী৷ তাঁর অবশ্য দাবি, ভিড় থাকলেও অনুষ্ঠান চলাকালীন কেকে- কে দেখে অসুস্থ মনে হয়নি৷
advertisement
8/9
*তদন্তে নেমে অবশ্য এই সমস্ত দিকই খতিয়ে দেখছে পুলিশ৷ পাশাপাশি কেকে ধর্মতলার যে হোটেলে উঠেছিলেন, সেখানকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখবে পুলিশ৷ কারণ অনুষ্ঠান শেষ করে ওই হোটেলেই ফিরেছিলেন কেকে৷ সেখানেই আরও অসুস্থ হয়ে পড়েন তিনি৷
*তদন্তে নেমে অবশ্য এই সমস্ত দিকই খতিয়ে দেখছে পুলিশ৷ পাশাপাশি কেকে ধর্মতলার যে হোটেলে উঠেছিলেন, সেখানকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখবে পুলিশ৷ কারণ অনুষ্ঠান শেষ করে ওই হোটেলেই ফিরেছিলেন কেকে৷ সেখানেই আরও অসুস্থ হয়ে পড়েন তিনি৷
advertisement
9/9
*হোটেলের কর্মীদের সঙ্গে কথা বলেও বিভিন্ন তথ্য জানার চেষ্টা করছে পুলিশ৷ কে প্রথম হোটেলের ভিতরে শিল্পীকে অসুস্থ হয়ে পড়তে দেখেন, কখন কেকে অনুষ্ঠান শেষ করে হোটেলে ফিরেছিলেন, এই সমস্ত তথ্যই জানতে চান তদন্তকারীরা৷ আজই মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখতে কেকে-র দেহের ময়না তদন্ত করা হয়৷ এরপর দেহ নিয়ে মুম্বইয়ের উদ্দেশে পাড়ি দেবে পরিবার।
*হোটেলের কর্মীদের সঙ্গে কথা বলেও বিভিন্ন তথ্য জানার চেষ্টা করছে পুলিশ৷ কে প্রথম হোটেলের ভিতরে শিল্পীকে অসুস্থ হয়ে পড়তে দেখেন, কখন কেকে অনুষ্ঠান শেষ করে হোটেলে ফিরেছিলেন, এই সমস্ত তথ্যই জানতে চান তদন্তকারীরা৷ আজই মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখতে কেকে-র দেহের ময়না তদন্ত করা হয়৷ এরপর দেহ নিয়ে মুম্বইয়ের উদ্দেশে পাড়ি দেবে পরিবার।
advertisement
advertisement
advertisement