RG Kar Case Doctors Protest: কর্মবিরতির 'ফাঁকে' বেসরকারি হাসপাতাল থেকে লাখ লাখ টাকা আয়! এ কী অভিযোগ জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে?
- Reported by:AVIJIT CHANDA
- news18 bangla
- Published by:Tias Banerjee
Last Updated:
RG Kar Case Doctors Protest: সরকারি হাসপাতালে কাজ না করলেও বেসরকারি হাসপাতাল নার্সিংহোমে রোগী দেখা এবং অপারেশন করা
বন্ধ করেননি! অভিযোগ ৫৬৩ জন সরকারি সিনিয়র রেসিডেন্টের বিরুদ্ধে। কী বলছেন আন্দোলনকারীরা?
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
জুনিয়র ডাক্তারদের দাবি, "মাত্র দু'মাস সময়সীমায় একজন সিনিয়র রেসিডেন্টের পক্ষে এত টাকা সংগ্রহ করা অবিশ্বাস্য স্বাস্থ্যসাথী প্রকল্পে কোন রোগীর পেছনে এক লক্ষ টাকা খরচ হলে চিকিৎসকরা খুব বেশি হলে ১০ থেকে ২০ শতাংশ অর্থাৎ ১০ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা পান। মাত্র দু'মাস সময়সীমায় একজন ডাক্তারের পক্ষে এত রোগী দেখা অসম্ভব এত টাকা পাওয়াও একপ্রকার অসম্ভব!"
advertisement
অত্যন্ত খ্যাতনামা সরকারি হাসপাতালের কোনও সিনিয়র সার্জন বেসরকারি হাসপাতালে অপারেশন করে মাসে দু থেকে আড়াই লক্ষ টাকার বেশি আয় করতে পারেন না, বলেও জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এক্ষেত্রে একজন সিনিয়র রেসিডেন্ট এর সিকিভাগও উপার্জন করতে পারেন না। অনেক ক্ষেত্রেই সিনিয়র রেসিডেন্টরা কোন সিনিয়র ডাক্তারের নামে অপারেশন বুক করেন এবং সেখান থেকে একটি নির্দিষ্ট টাকা পান।









