'ভেঙেছে' শাখা...! চরম প্রতিজ্ঞা আরজি করের নির্যাতিতার মায়ের, 'যতদিন না...', দেখা করে বিরাট দাবি সুকান্তর
- Published by:Sanjukta Sarkar
- Reported by:Susmita Mondal
Last Updated:
RG Kar Case: গতকাল নবান্ন অভিযান প্রতিবাদ কর্মসূচিতে গুরুতর আহত হয়েছিলেন আরজি কর মেডিক্যাল কলেজের নির্যাতিতার মা। আর আজ, রবিবার বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে নিহত তরুণী চিকিৎসকের মায়ের সঙ্গে দেখা করতে পৌঁছলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
advertisement
সুকান্ত মজুমদার জানান, তিনি নির্যাতিতার মায়ের সঙ্গে কথা বলেছেন এবং বর্তমানে তাঁর শারীরিক অবস্থা উন্নত হয়েছে। তিনি বলেন, 'এখন তাঁর অবস্থার উন্নতি হয়েছে এবং তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।' একইসঙ্গে তিনি আরও জানান, 'তাঁর সঙ্গে কথা বলে জানতে পারলাম যে, পুলিশ প্রশাসন ও পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার সময় পুলিশ তাঁর উপর লাঠিচার্জ করে এবং তিনি তাতে আহত হন।'
advertisement
সুকান্ত মজুমদার আরও বলেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাঁর মনে হয়েছে যে, 'তাঁরা কোনও ধরনের রাজনৈতিক চাপের মধ্যে আছেন।' সুকান্ত মজুমদারের আরও সংযোজন, 'আরজি কর মেডিক্যাল কলেজে নিহত তরুণী চিকিৎসকের বাবা-মা গতকাল পুলিশকে পড়াবে বলে রাখি এনেছিলেন কিন্তু পুলিশ তাঁর মায়ের হাতের শাখা ভেঙেছে। নির্যাতিতার মা প্রতিজ্ঞা করেছেন যতদিন না পর্যন্ত পুলিশ তাঁর মেয়ের খুনিদের যোগ্য শাস্তি দেবে ততদিন পর্যন্ত তিনি হাতে শাখা পড়বেন না।"
advertisement
advertisement
advertisement