RG Kar Case Update CBI: আরজি কর-কাণ্ডে লুকনো আসল রহস্যের খোঁজ পেল সিবিআই! সন্দীপ-অভিজিৎকে নিয়ে বিরাট নির্দেশ

Last Updated:
RG Kar Case Update CBI: আরজি কর ধর্ষণ ও খুনের তদন্তে সিবিআইয়ের নজরে ৯০০ ঘণ্টার ফুটেজ।
1/6
আরজি কর ধর্ষণ ও খুনে অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের চার দিনের জেল হেফাজতের আবেদন করল সিবিআই।
আরজি কর ধর্ষণ ও খুনে অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের চার দিনের জেল হেফাজতের আবেদন করল সিবিআই।
advertisement
2/6
আর জি কর ধর্ষণ ও খুনের তদন্তে সিবিআইয়ের নজরে ৯০০ ঘণ্টার ফুটেজ।
আর জি কর ধর্ষণ ও খুনের তদন্তে সিবিআইয়ের নজরে ৯০০ ঘণ্টার ফুটেজ।
advertisement
3/6
৮ দিনের আটটি ক‍্যামেরার (২৪ ঘণ্টার) ফুটেজ ফরেন্সিক পরীক্ষার পর খতিয়ে দেখছে সিবিআই।

৮ দিনের আটটি ক‍্যামেরার (২৪ ঘণ্টার) ফুটেজ ফরেন্সিক পরীক্ষার পর খতিয়ে দেখছে সিবিআই।
advertisement
4/6
৮ দিনের আটটি ক‍্যামেরার (২৪ ঘণ্টার) ফুটেজ ফরেন্সিক পরীক্ষার পর খতিয়ে দেখছে সিবিআই।

৮ দিনের আটটি ক‍্যামেরার (২৪ ঘণ্টার) ফুটেজ ফরেন্সিক পরীক্ষার পর খতিয়ে দেখছে সিবিআই।
advertisement
5/6
তথ‍্যপ্রমাণ লোপাটের যে অভিযোগ এনেছে সিবিআই তারই সন্ধানে ডিজিটাল এভিডেন্স হিসেবে এই ফুটেজকে হাতিয়ার করবে আদালতে। আপাতত ১৩ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে দু'জন।

তথ‍্যপ্রমাণ লোপাটের যে অভিযোগ এনেছে সিবিআই তারই সন্ধানে ডিজিটাল এভিডেন্স হিসেবে এই ফুটেজকে হাতিয়ার করবে আদালতে। আপাতত ১৩ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে দু'জন।
advertisement
6/6
অভিজিৎ ও সন্দীপের গ্রেফতারির ৮৬ দিন পরেও আদালতে সিবিআইকে দাবি করতে হচ্ছে যে তাঁরা এখনও তথ্যপ্রমাণ লোপাটের যে অভিযোগ এনেছিল তার সন্ধান এখনও চালাচ্ছে। এই দাবিতে জামিনের আবেদন করেছেন অভিজিৎ ও সন্দীপের আইনজীবীরা। (রিপোর্টার-- অমিত সরকার)
অভিজিৎ ও সন্দীপের গ্রেফতারির ৮৬ দিন পরেও আদালতে সিবিআইকে দাবি করতে হচ্ছে যে তাঁরা এখনও তথ্যপ্রমাণ লোপাটের যে অভিযোগ এনেছিল তার সন্ধান এখনও চালাচ্ছে। এই দাবিতে জামিনের আবেদন করেছেন অভিজিৎ ও সন্দীপের আইনজীবীরা। (রিপোর্টার-- অমিত সরকার)
advertisement
advertisement
advertisement