শুরু রমজান, শহর জুড়ে ‘ভোজনরসিকদের’ ইফতার
Last Updated:
আজ থেকে শুরু হচ্ছে রমজান মাস। ৬ জুন থেকে শুরু হয়ে আগামী ১ মাস অর্থাৎ ৫ জুলাই পর্যন্ত চলবে রমজান। চাঁদ দেখার উপর নির্ভর করে শুরু হয় রমজান ৷ এই সময় প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম ব্যক্তিকে রোজা রাখতে হয় ৷ নিয়ম অনুযায়ী সূর্যদয় থেকে সুর্যাস্ত পর্যন্ত কোনও প্রকার আহার করা নিষিদ্ধ ৷ এমনকি জল পান করাও যায়না ৷
আজ থেকে শুরু হচ্ছে রমজান মাস। ৬ জুন থেকে শুরু হয়ে আগামী ১ মাস অর্থাৎ ৫ জুলাই পর্যন্ত চলবে রমজান। চাঁদ দেখার উপর নির্ভর করে শুরু হয় রমজান ৷ এই সময় প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম ব্যক্তিকে রোজা রাখতে হয় ৷ নিয়ম অনুযায়ী সূর্যদয় থেকে সুর্যাস্ত পর্যন্ত কোনও প্রকার আহার করা নিষিদ্ধ ৷ এমনকি জল পান করাও যায়না ৷
advertisement
advertisement
বাঙালি বা কলকাতাবাসী সব সময় ভোজন রসিক ৷ সাধারণত আমরা বলে থাকি বাঙালির স্রেষ্ট উৎসব দূর্গা পুজো ৷ তবে দূর্গা পুজোর পাশাপাশি সমান উত্তেজনা, আনন্দ ও উৎসাহের সঙ্গে পালন করা হয় রমজান ৷ অনেকেই জানেনা যে সবচেয়ে ভালো ইফতার যার মাধ্যমে সুর্যাস্তের সময় রোজা ভাঙা হয় কলকাতার বিশেষ কিছু জায়গায় পাওয়া যায় ৷
advertisement
advertisement
সাবিরের হোটেল বউ স্ট্রিটে অবস্থিত পুরনো বিখ্যাত খাবারের দোকান ৷ রেজালার জন্য সাবিরের হোটেল গত কয়েক দশক ধরে কলকাতাবাসীর প্রিয় গন্তব্য ৷ এছাড়া যার জন্য এই হোটেলটি বিখ্যাত হল তা হল ফিরনি ৷ সাবিরের খাবার খাওয়ার পর ফিরনি ইজ মাস্ট ৷ এর পাশাপাশি সুতলি কাবাবের জন্যও বেশ বিখ্যাত সাবির ৷ যদি এখনও পর্যন্ত সাবিরে না গিয়ে থাকেন তাহলে আর দেরি করবেন ৷ এই রমজনে ঘুরে আসুন সাবিরে ৷
advertisement
advertisement
সাবিরের হোটেল: বউ স্ট্রিটে অবস্থিত পুরনো বিখ্যাত খাবারের দোকান ৷ রেজালার জন্য সাবিরের হোটেল গত কয়েক দশক ধরে কলকাতাবাসীর প্রিয় গন্তব্য ৷ এছাড়া যার জন্য এই হোটেলটি বিখ্যাত হল তা হল ফিরনি ৷ সাবিরের খাবার খাওয়ার পর ফিরনি ইজ মাস্ট ৷ এর পাশাপাশি সুতলি কাবাবের জন্যও বেশ বিখ্যাত সাবির ৷ যদি এখনও পর্যন্ত সাবিরে না গিয়ে থাকেন তাহলে আর দেরি করবেন ৷ এই রমজনে ঘুরে আসুন সাবিরে ৷
advertisement
advertisement
advertisement
