Rajeev Kumar: তুষার মেহতার বক্তব্য গুরুত্বই দিল না আদালত, সিবিআই-এর আবেদন খারিজ! বড় স্বস্তি পেয়ে গেলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:Maitreyee Bhattacharjee
Last Updated:
Rajeev Kumar: রাজীব কুমারের আগাম জামিন খারিজের জন্য সিবিআইয়ের করা আবেদন খারিজ করল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।
নয়াদিল্লি: কলকাতা হাইকোর্ট থেকে পাওয়া রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের আগাম জামিনের বিরোধিতায় মামলা করতে গিয়ে উল্টে সুপ্রিম কোর্টেরই প্রশ্নের মুখে পড়েছিল সিবিআই৷ ছ'বছর ধরে কেন সিবিআই মামলা করার কথা ভাবল না, কেন্দ্রের সলিসিটর জেনারেলকে উদ্দেশ্য করে সেই প্রশ্নই তুলেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই৷
advertisement
এবার সেই মামলাতেই সর্বোচ্চ আদালতে স্বস্তি পেলেন রাজীব কুমার। রাজীব কুমারের আগাম জামিন খারিজের জন‍্য সিবিআইয়ের করা আবেদন খারিজ করল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। মামলায় নোটিস রুজু হয়েছিল ২০১৯ সালের ২৯ নভেম্বর। মাঝে ৬ বছর কেটে গিয়েছে। কোনও ইন্টেরিম অর্ডারও এই ৬ বছরে আসেনি। তাই মামলা ডিসপোস অফ করল সর্বোচ্চ আদালত।
advertisement
advertisement
এদিন ফের তুষার মেহতা উল্লেখ করেন, সিবিআই অফিসারদের গ্রেফতারের কথা এবং জয়েন্ট ডিরেক্টরের বাসভবনে হামলার কথা। এসজি বলেন, গোটা সিস্টেম, এমনকি মুখ‍্যমন্ত্রী পর্যন্ত ওকে বাঁচাতে নেমে গিয়েছেন। বাড়ি পর্যন্ত চলে গিয়েছিলেন। তবে প্রধান বিচারপতি সে সব কথার বিশেষ গুরুত্ব দিতে চাননি। উল্টে সলিসিটর জেনারেলের উপর কিছুটা বিরক্তই হন তিনি।
advertisement
সারদা চিটফান্ড মামলায় ২০১৯ সালে রাজীব কুমারকে প্রথমে আগাম জামিন দেয় সুপ্রিম কোর্ট৷ পরে সেই জামিন সুপ্রিম কোর্ট প্রত্যাহার করে নেয়৷ যদিও সুপ্রিম কোর্ট জানিয়েছিল, চাইলে নতুন করে জামিনের আবেদন করতে পারেন রাজীব৷ সেই মতো কলকাতা হাইকোর্টে মামলা করেন তিনি৷ রাজীবের আগাম জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট৷ সেই আগাম জামিন খারিজ করার আবেদন জানিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই৷
advertisement
যদিও সিবিআই-এর এই আবেদন দেখেই ক্ষোভ প্রকাশ করেছিলেন প্রধান বিচারপতি বি আর গাভাই৷ সিবিআই-এর হয়ে সওয়াল করা সলিসিটর জেনারেল তুষার মেহতাকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি প্রশ্ন করেছিলেন, ‘ছ বছর আগে আগাম জামিন নেওয়া, আপনারা এতদিনে মামলা করার কথা ভাবেননি?’ জবাবে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেছিলেন, সিবিআই তদন্তকারীদের আটক করা এবং সিবিআই অফিসারের বাসভবনে হামলা করার ঘটনার যে মামলা, তার সঙ্গে একসঙ্গে শোনা হোক এই মামলা। যদিও সলিসিটর জেনারেলের যুক্তি প্রথমে মানতে রাজি হননি প্রধান বিচারপতি৷
advertisement
যদিও রাজীব কুমারের আইনজীবী বিশ্বজিৎ দেব পাল্টা সওয়াল করতে গিয়ে বলেছিলেন, ‘সেরা আইপিএস অফিসারকে হেনস্থা করার জন‍্য, বদনাম করার জন‍্য তাঁর বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। ২০১৯ সালের অক্টোবর মাসে রাজীব কুমার এই আগাম জামিন পাওয়ার আগে পর্যন্ত তাঁকে কুকুরের মতো ধাওয়া করা হয়েছে। কিন্তু অক্টোবর ২০১৯ থেকে একবারও ডাকা হয়নি রাজীব কুমারকে। তিনি বারবার চিঠি লিখে সিবিআইকে তদন্তে সহযোগিতা করার কথা বলার পরও সিবিআই তাঁকে একবারও তলব করেনি।’ মামলা খারিজ করার আর্জি জানান তিনি। শেষ পর্যন্ত সলিসিটর জেনারেলের দীর্ঘ অনুরোধের পর অবশেষে মামলা খারিজ না করে শুনতে রাজি হয় সর্বোচ্চ আদালত৷ অবশেষে সেই আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট।