Rain Forecast In Kolkata: দক্ষিণবঙ্গের ৬ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! কলকাতাও ভিজতে চলেছে! কবে থেকে? জানুন

Last Updated:
Rain Forecast In Kolkata: আর মাত্র কয়েকটা দিন! প্রবল তাপপ্রভাহ থেকে মুক্তি পাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ! বইবে উত্তরের হাওয়া! দারুণ সুখবর জানাল আলিপুর আবহাওয়া দফতর!
1/11
 বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে আলিপুর আবহাওয়া দফতর দারুণ সুখবর শোনাল! photo source collected
বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে আলিপুর আবহাওয়া দফতর দারুণ সুখবর শোনাল! photo source collected
advertisement
2/11
আবহাওয়া দফতর বলছে ২রা মে পর্যন্ত চলবে তাপপ্রবাহ! পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই আট জেলায় থাকছে তীব্র তাপপ্রবাহে সতর্কতা!photo source collected
আবহাওয়া দফতর বলছে ২রা মে পর্যন্ত চলবে তাপপ্রবাহ! পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই আট জেলায় থাকছে তীব্র তাপপ্রবাহে সতর্কতা!photo source collected
advertisement
3/11
এছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু জায়গায় চরম তাপপ্রবাহের সর্তকতা থাকছে! ভয়াবহ হবে পরিস্থিতি!photo source collected
এছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু জায়গায় চরম তাপপ্রবাহের সর্তকতা থাকছে! ভয়াবহ হবে পরিস্থিতি!photo source collected
advertisement
4/11
কলকাতা-সহ বাকি দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপ প্রবাহের সতর্কতা একেবারে শনিবার পর্যন্ত থাকছে! photo source collected
কলকাতা-সহ বাকি দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপ প্রবাহের সতর্কতা একেবারে শনিবার পর্যন্ত থাকছে! photo source collected
advertisement
5/11
বর্ধমান ও বীরভূমের আবহাওয়ায় আবার এক ভিন্ন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে! আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে দিনের গরম তো বাড়ছেই সেই সঙ্গে এখানে রাতের গরম বাড়বে!photo source collected
বর্ধমান ও বীরভূমের আবহাওয়ায় আবার এক ভিন্ন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে! আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে দিনের গরম তো বাড়ছেই সেই সঙ্গে এখানে রাতের গরম বাড়বে!photo source collected
advertisement
6/11
 উত্তরবঙ্গে বৃষ্টি চলছে এবং সেটা চলবে! দার্জিলিং কালিম্পঙে আগামী পাঁচদিন বৃষ্টি চলবে! তার সঙ্গে আগামিকাল থেকে কোচ-বিহার ও জলপাইগুড়িতে আগামী দু-তিন দিন বৃষ্টি চলবে!photo source collected
উত্তরবঙ্গে বৃষ্টি চলছে এবং সেটা চলবে! দার্জিলিং কালিম্পঙে আগামী পাঁচদিন বৃষ্টি চলবে! তার সঙ্গে আগামিকাল থেকে কোচ-বিহার ও জলপাইগুড়িতে আগামী দু-তিন দিন বৃষ্টি চলবে!photo source collected
advertisement
7/11
তবে মালদা, মুর্শিদাবাদ সহ বাকি জেলাতে আরও দু'দিন তাপপ্রবাহের সতর্কতা থাকছে! photo source collected
তবে মালদা, মুর্শিদাবাদ সহ বাকি জেলাতে আরও দু'দিন তাপপ্রবাহের সতর্কতা থাকছে! photo source collected
advertisement
8/11
উত্তরবঙ্গের ক্ষেত্রে নিচের এলাকায় ২রা মের পর তাপমাত্রা কমতে পারে! দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শনিবারের পর তাপমাত্রা কমতে পারে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর!photo source collected
উত্তরবঙ্গের ক্ষেত্রে নিচের এলাকায় ২রা মের পর তাপমাত্রা কমতে পারে! দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শনিবারের পর তাপমাত্রা কমতে পারে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর!photo source collected
advertisement
9/11
কারণ এই সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে উত্তরের হাওয়া বইবে, যা পশ্চিমী হাওয়ার দাপটকে কিছুটা হলেও কমাবে বলেই আশা করা হচ্ছে! photo source collected
কারণ এই সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে উত্তরের হাওয়া বইবে, যা পশ্চিমী হাওয়ার দাপটকে কিছুটা হলেও কমাবে বলেই আশা করা হচ্ছে! photo source collected
advertisement
10/11
রবিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূমে! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে! এমনটাই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস!photo source collected
রবিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূমে! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে! এমনটাই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস!photo source collected
advertisement
11/11
কলকাতায় বৃষ্টি হবে! সোমবার ও মঙ্গলবার কলকাতায় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর! (তথ্য: বিশ্বজিৎ সাহা) photo source collected
কলকাতায় বৃষ্টি হবে! সোমবার ও মঙ্গলবার কলকাতায় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর! (তথ্য: বিশ্বজিৎ সাহা) photo source collected
advertisement
advertisement
advertisement