*ফুলবাগান মেট্রোর উদ্বোধন করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গয়াল। করোনা আবহে দিল্লি থেকে অনলাইনেই ফুলবাগান মেট্রো স্টেশনের উদ্বোধন করেন তিনি। মন্ত্রীর পাশাপাশি দিল্লি থেকে অনলাইনে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভারপ্রাপ্ত) এবং বিজেপি নেত্রী দেবশ্রী চৌধুরী। তথ্য ও ছবিঃ আবীর ঘোষাল।
*দীর্ঘ ২৫ বছর পর কলকাতা শহরে আবার কোনও পাতাল স্টেশনের উদ্বোধন হল। সোমবার থেকে শুরু হবে যাত্রী পরিষেবা। ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের প্রথম পাতাল স্টেশন এটি। মাটির ওপর থেকে পাতাল প্রবেশ হবে এই মেট্রো স্টেশনেই। আনলক অধ্যায়ে সেপ্টেম্বর মাস থেকে কলকাতায় চালু হয়ে যায় মেট্রোরেল পরিষেবা। ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা চালু করা হলেও, চালু হয়নি ফুলবাগান মেট্রো স্টেশন।
*মেট্রো রেলের কর্তারা আশাবাদী ছিলেন, ফুলবাগান অবধি মেট্রো চালু হয়ে গেলে যাত্রী মিলবে। কারণ ফুলবাগান থেকে কাছে শিয়ালদহ। তবে শিয়ালদহ মেট্রো স্টেশন চালু না হলে কোনও ভাবেই এই প্রকল্প লাভের মুখ দেখবে না। সেক্টর ফাইভ মেট্রো স্টেশন থেকে ফুলবাগান অবধি মেট্রো এসে যাত্রী নামিয়ে কিছুটা এগিয়ে যাবে। শিয়ালদহ স্টেশনের কাছেই বানানো হয়েছে ক্রসওভার। সেখান থেকেই ঘুরিয়ে নেওয়া হবে মেট্রো৷ ফুলবাগান অবধি মেট্রো চলায় খুশি এলাকার বাসিন্দারা।