বৈশাখী দহনে দগ্ধ রাজ্য। দুঃসহ অবস্থার প্রভাব পড়েছে কৃষিতেও। চাষিদের আশঙ্কা এই চড়া তাপমাত্রার প্রভাব পড়তে পারে বোরো ধানের চাষে। ফলন কম হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
2/ 6
জেলাশহর ও কলকাতার বিভিন্ন বাজারে আনাজপাতির দাম ইতিমধ্যেই আকাশছোঁয়া। ঝিঙে পটলের দাম লাফিয়ে লাফিয়ে পৌঁছেছে কেজিপ্রতি ৮০ থেকে ৯০ টাকায়।
3/ 6
বেগুন, উচ্ছে, বরবটির কেজি প্রতি দাম ছাপিয়েছে ৬০ টাকা। গাজর ও লঙ্কা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫০ টাকা বা তারও বেশিতে।
4/ 6
পরিসংখ্যান বলছে গত এক মাসে আনাজের দাম গড়পড়তায় বেড়েছে অন্তত ৩০ শতাংশ। এর কারণ হিসেবে দহন জ্বালাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা।
5/ 6
একে অতিরিক্ত তাপমাত্রায় কমে গিয়েছে ফলন। তাছাড়া বাজারে যে শাকসব্জি আসছে তার গুণমানও বেশ খারাপ।
6/ 6
অতিরিক্ত গরমে শুকিয়েছে সেচের জল। ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে বোরো ধানের ফলন। সব মিলিয়ে চাল এবং সব্জির বাজারে ব্যাপক মূল্যবৃদ্ধির আশঙ্কা।
বৈশাখী দহনে দগ্ধ রাজ্য। দুঃসহ অবস্থার প্রভাব পড়েছে কৃষিতেও। চাষিদের আশঙ্কা এই চড়া তাপমাত্রার প্রভাব পড়তে পারে বোরো ধানের চাষে। ফলন কম হওয়ার আশঙ্কা করা হচ্ছে।