Price Hike of Egg: বড়দিনের আগে আকাশছোঁয়া ডিমের মূল্য! কবে কমবে দাম? মাথায় হাত ক্রেতাদের
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Price Hike of Egg: এবার দাম বাড়ল সেই ডিমের। এতদিন এক পিস ডিমের দাম ছিল ৬ টাকা কিন্তু চলতি বছর বড়দিনের আগে কলকাতায় ডিমের দাম পৌঁছল ৭ থেকে সাড়ে ৭ টাকা।
advertisement
advertisement
advertisement
ডিমের দাম বাড়ার কারণ জানতে চাওয়াতে রাজ্যের এগ মার্চেন্টের অ্যাসোসিয়েশনের সেক্রেটারি,কাজল দত্ত জানান, ‘‘মূলত অন্ধ্রপ্রদেশে প্রাকৃতিক দুর্যোগের কারণে, ওখানেই ডিমের চাহিদা ইতিমধ্যে বেড়েছে।সঙ্গে গত তিন দিন ধরে ডিমের যোগান কম আসছে।এ রাজ্যে যার ফলে ডিমের দাম পেটি প্রতি ১০০ টাকা করে বেড়েছে।তবে এই দাম খুব একটা বেশিদিন স্থায়ী হবে না।’’
advertisement
advertisement