বাড়ি কেনার আগে এই ক'টা বিষয়ে সতর্ক হন ! নইলে মারাত্মক বিপদ !

Last Updated:
1/5
সবেমাত্র ভাল একটা চাকরি পেয়েছেন ! সঙ্গে সঙ্গে আমাদের মাথায় টনক নড়ে-- আর ভাড়া বাড়ি নয় ! এবার নিজের বাড়ি কিনতে হবে! কিন্তু বাড়ি কেনার আগে কিছু বিষয়ে সতর্ক হন! নইলে পড়তে হবে মারাত্মক বিপদে--
সবেমাত্র ভাল একটা চাকরি পেয়েছেন ! সঙ্গে সঙ্গে আমাদের মাথায় টনক নড়ে-- আর ভাড়া বাড়ি নয় ! এবার নিজের বাড়ি কিনতে হবে! কিন্তু বাড়ি কেনার আগে কিছু বিষয়ে সতর্ক হন! নইলে পড়তে হবে মারাত্মক বিপদে--
advertisement
2/5
আজকাল, চাকরির খাতিরে বেশির ভাগ ছেলে মেয়েকেই নিজের শহর ছেড়ে বাইরে যেতে হয়। অনেকক্ষেত্রে বেশ কয়েক বছর টানা থাকতেও হয় সেখানে! কিন্তু তাই বলে, দুম করে কোনও ভাবনা-চিন্তা না করে, সেই শহরেই বাড়ি কিনে ফেলা মোটেও বুদ্ধিমানের কাজ না ! বিশেষজ্ঞরা বলেন, সেই শহরেই বাড়ি কেনা উচিৎ, যেখানে আপনি ভবিষ্যতে পাকাপাকিভাবে থাকবেন।
আজকাল, চাকরির খাতিরে বেশির ভাগ ছেলে মেয়েকেই নিজের শহর ছেড়ে বাইরে যেতে হয়। অনেকক্ষেত্রে বেশ কয়েক বছর টানা থাকতেও হয় সেখানে! কিন্তু তাই বলে, দুম করে কোনও ভাবনা-চিন্তা না করে, সেই শহরেই বাড়ি কিনে ফেলা মোটেও বুদ্ধিমানের কাজ না ! বিশেষজ্ঞরা বলেন, সেই শহরেই বাড়ি কেনা উচিৎ, যেখানে আপনি ভবিষ্যতে পাকাপাকিভাবে থাকবেন।
advertisement
3/5
প্রথম বাড়ি ২০-২৫ লাখ টাকার মধ্যে কিনুন। এতে ২৩ লাখ পর্যন্ত হোমলোন পাবেন।
প্রথম বাড়ি ২০-২৫ লাখ টাকার মধ্যে কিনুন। এতে ২৩ লাখ পর্যন্ত হোমলোন পাবেন।
advertisement
4/5
সংসারের সমস্ত খরচা হিসেবে করার পর ঠিক করুন কত টাকার মধ্যে বাড়ি কিনবেন। নইলে ইএমআই দিতে নাভিশ্বাস উঠবে !
সংসারের সমস্ত খরচা হিসেবে করার পর ঠিক করুন কত টাকার মধ্যে বাড়ি কিনবেন। নইলে ইএমআই দিতে নাভিশ্বাস উঠবে !
advertisement
5/5
শুধু হোম লোন নিয়ে বাড়িটা কিনলেই হল না! সেটাকে তো বাসযোগ্য করে তুলতে হবে! কাজেই, আসবাবপত্র কেনা, বাড়ি সাজানোর বাজেট, ব্রোকারের খরচাও আগেভাগে হিসেব করতে ভুলবেন না !
শুধু হোম লোন নিয়ে বাড়িটা কিনলেই হল না! সেটাকে তো বাসযোগ্য করে তুলতে হবে! কাজেই, আসবাবপত্র কেনা, বাড়ি সাজানোর বাজেট, ব্রোকারের খরচাও আগেভাগে হিসেব করতে ভুলবেন না !
advertisement
advertisement
advertisement