হোম » ছবি » কলকাতা » কাল থেকেই ভাঙা হবে 'অভিশপ্ত' পোস্তা উড়ালপুল, বিকল্প কোন পথে যান চলাচল?
Posta Flyover: কাল থেকেই ভাঙা হবে 'অভিশপ্ত' পোস্তা উড়ালপুল, বিকল্প কোন পথে যান চলাচল?
Bangla Digital Desk
1/ 5
*অর্ধনির্মিত ভেঙে পড়া পোস্তা উড়ালপুল (Posta Flyover) ভাঙা হবে সোমবার থেকেই। ১৫ জুন অর্থাৎ আগামিকাল থেকে পোস্তা উড়ালপুল বা বিবেকানন্দ ফ্লাইওভার ভাঙার কাজ শুরু হবে। ফাইল ছবি।
2/ 5
*২০১৬ সালের ৩১ মার্চ আচমকাই ভেঙে পড়ে নির্মীয়মান পোস্তা উড়ালপুল বা Vivekananda Flyover। ওই দুর্ঘটনায় মৃত্যু হয় ২৬ জনের। সেই উড়ালপুল ৪ ধাপে ভাঙা হবে। তার ফলে আগামিকাল থেকে বিকল্প রুটে যান চলাচল করবে। ফাইল ছবি।
3/ 5
*কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, প্রথমে রাজাকাটরার সামনে থেকে পোস্তা মার্কেট পর্যন্ত অংশ ভাঙা হবে। কাজ চলবে ৪৫ দিন ধরে। ফলে গিরিশ পার্ক (Girish Park) পর্যন্ত রাস্তা বন্ধ রাখতে হবে। ফাইল ছবি।
4/ 5
*উড়ালপুলের কাজের জন্য ইতিমধ্যেই কলকাতা পুলিশকে বিকল্প রুট বানানোর জন্য আবেদন করেছিল পুরসভা। সেই আবেদনের ভিত্তিতেই সোমবার থেকে বিকল্প পথে চলবে গাড়ি। ফাইল ছবি।
5/ 5
*স্ট্র্যান্ড রোড-সেন্ট্রাল অ্যাভিনিউয়ে দ্বিমুখী যান চলাচল। আপাতত বন্ধ থাকবে এমজি রোডে ট্রাম চলাচল। দক্ষিণমুখী গাড়ি যাবে নলিন শেঠ রোড হয়ে। জগন্নাথ ঘাট রোডে দ্বিমুখী যান চলাচল। ক্রস রোড নং ৫ পর্যন্ত স্ট্র্যান্ড রোডে দ্বিমুখী যান চলাচল করবে। ফাইল ছবি।
Posta Flyover: কাল থেকেই ভাঙা হবে 'অভিশপ্ত' পোস্তা উড়ালপুল, বিকল্প কোন পথে যান চলাচল?
*অর্ধনির্মিত ভেঙে পড়া পোস্তা উড়ালপুল (Posta Flyover) ভাঙা হবে সোমবার থেকেই। ১৫ জুন অর্থাৎ আগামিকাল থেকে পোস্তা উড়ালপুল বা বিবেকানন্দ ফ্লাইওভার ভাঙার কাজ শুরু হবে। ফাইল ছবি।
Posta Flyover: কাল থেকেই ভাঙা হবে 'অভিশপ্ত' পোস্তা উড়ালপুল, বিকল্প কোন পথে যান চলাচল?
*২০১৬ সালের ৩১ মার্চ আচমকাই ভেঙে পড়ে নির্মীয়মান পোস্তা উড়ালপুল বা Vivekananda Flyover। ওই দুর্ঘটনায় মৃত্যু হয় ২৬ জনের। সেই উড়ালপুল ৪ ধাপে ভাঙা হবে। তার ফলে আগামিকাল থেকে বিকল্প রুটে যান চলাচল করবে। ফাইল ছবি।
Posta Flyover: কাল থেকেই ভাঙা হবে 'অভিশপ্ত' পোস্তা উড়ালপুল, বিকল্প কোন পথে যান চলাচল?
*কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, প্রথমে রাজাকাটরার সামনে থেকে পোস্তা মার্কেট পর্যন্ত অংশ ভাঙা হবে। কাজ চলবে ৪৫ দিন ধরে। ফলে গিরিশ পার্ক (Girish Park) পর্যন্ত রাস্তা বন্ধ রাখতে হবে। ফাইল ছবি।
Posta Flyover: কাল থেকেই ভাঙা হবে 'অভিশপ্ত' পোস্তা উড়ালপুল, বিকল্প কোন পথে যান চলাচল?
*উড়ালপুলের কাজের জন্য ইতিমধ্যেই কলকাতা পুলিশকে বিকল্প রুট বানানোর জন্য আবেদন করেছিল পুরসভা। সেই আবেদনের ভিত্তিতেই সোমবার থেকে বিকল্প পথে চলবে গাড়ি। ফাইল ছবি।