Poila Baisakh Weather Alert: বাংলার নতুন বছরের প্রথম দিনে আবহাওয়ায় কোন মোক্ষম মোচড়, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কালবৈশাখীর সম্ভাবনা, রইল ওয়েদার আপডেট
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Poila Baisakh Weather Update: ১ বৈশাখে কেমন থাকবে ওয়েদার, কতটা ঝড়ঝঞ্ঝার সম্ভাবনা, কী বলছে হাওয়া অফিস
সামনেই বাংলার নতুন বছর৷ ১ বৈশাখ ১৪৩২ আপামর বাঙালি আশা করে বসে আছে নতুন বছরকে ঘিরে স্বপ্ন নিয়ে৷ অনেক প্ল্যানিং রয়েছে প্রথম দিনের সেলিব্রেশনের৷ তবে আগাম জেনে নিন পয়লা বৈশাখে কীরকম থাকবে ওয়েদার৷ এই মুহূর্তে গরমের দহন জ্বালা আছে, পাশাপাশি আলাদা আলাদা দিনে কলকাতা সহ সব জেলাতেই ইতিমধ্যেই কালবৈশাখী দেখেছে৷
advertisement
পয়লা বৈশাখে এবার উত্তরবঙ্গ শুকনো থাকলেও দক্ষিণবঙ্গের প্রতিটা জেলাতেই ওই দিন অর্থাৎ ১৫ এপ্রিল ঝড়-বৃষ্টির ব্যাপক সম্ভাবনা৷ আইএমডি-র কলকাতা হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে ওই দিন ৪০- ৫০ কিমি প্রতি ঘণ্টা গতিতে রয়েছে ঝড়ের সম্ভাবনা৷ পাশাপাশি রয়েছে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা৷ Photo Courtesy- RMC/Kolkata
advertisement
advertisement
: ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে বৃষ্টির অপেক্ষার অবসান হয়েছে৷ কিন্তু যেটা নেই সেটা হল স্বস্তি। বৃষ্টির পরেই ফের চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা৷ আর তার জেরেই সাধারণ মানুষ চৈত্রেই দহন জ্বালা অনুভব করছে৷ বাতাসে হুড়মুড়িয়ে ঢুকছে জলীয় বাষ্প ফলে আর্দ্রতাজনিত অস্বস্তিও আছে৷ কিন্তু হাওয়া অফিস এখনও আশ্বাস দিচ্ছে৷ ফের হানা দেবে কালবৈশাখী পশ্চিমবঙ্গের জেলায়-জেলায়৷ Photo- Represnetative (Meta AI)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ সহ দক্ষিণের সব জেলাতেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্র-বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে অধিকাংশ জেলাতেই আকাশ আংশিক মেঘলা থাকবে।
advertisement
advertisement
