Pradhan Mantri Awas Yojana: কোনও অস্বচ্ছতা নয়! আবাস যোজনার সমীক্ষার জন্য বিপুল সংখ্যক সরকারি কর্মচারী চাইল পঞ্চায়েত
- Published by:Tias Banerjee
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
PM Awas Yojana: আবাস যোজনার তালিকা তৈরিতে এবার বাড়তি সতর্কতা নিয়েছে রাজ্য। আবাস যোজনার বাড়ি বাড়ি সমীক্ষা পর্বেও সেই সতর্কতা নজরে। প্রতিটি গ্রাম পঞ্চায়েত ধরে ধরে সমীক্ষা করার জন্য রয়েছেন ন্যূনতম তিনজন করে সরকারি আধিকারিক।
advertisement
আবাস যোজনার তালিকা তৈরিতে এবার বাড়তি সতর্কতা নিয়েছে রাজ্য। আবাস যোজনার বাড়ি বাড়ি সমীক্ষা পর্বেও সেই সতর্কতা নজরে। প্রতিটি গ্রাম পঞ্চায়েত ধরে ধরে সমীক্ষা করার জন্য রয়েছেন ন্যূনতম তিনজন করে সরকারি আধিকারিক। প্রতিটি সমীক্ষার দলে তিনজন করে আধিকারিক নিশ্চিত করার জন্য একাধিক দফতরকে চিঠি পঞ্চায়েত দফতরের।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
তালিকা প্রকাশের পরেও তিনটি স্তরে হবে ফের যাচাই পর্ব। বিডিও, মহকুমা শাসক জেলাশাসকরা ইচ্ছামত যে কোন নাম নিয়ে যাচাই করতে যাবেন।এমন কি রাজ্যস্তরের আধিকারিকরাও ইচ্ছা করলে খুশি মতো বিভিন্ন গ্রামে গিয়ে তালিকায় থাকা নামে সত্যতা যাচাই করতে পারেন। উপভোক্তাদের তৈরির তালিকা নিয়ে কারও আপত্তি থাকলে তা সরাসরি জানানো যাবে।এজন্য প্রত্যেকটি বিডিও অফিসে অভিযোগ পত্র জানানোর জন্য বাক্স রাখা হবে। অভিযোগ পাওয়া মাত্রই পাঁচটি কাজের দিনের মধ্যেই তা যাচাই করে সঠিক ভাবে ব্যবস্থা নিতে হবে।