‌শুধু পুরনো দিঘাই নয়, ‌ইয়াস ধাক্কায় রূপসী নিউ দিঘার শ্রীহীনতা দেখলে চোখে জল আসবে

Last Updated:
সব মিলিয়েই যেন প্রেতপুরী বাঙালির প্রিয় আরশিনগর। দেখুন সেই ছবি
1/5
  শুধু ওল্ড দিঘা নয়। বাঙালির এক টুকরো বেড়ানোর জানালা নিউ দিঘাও তছনছ করে দিয়েছে সাইক্লোন ইয়াশ। জলের তোড়ে ভেঙে গিয়েছে সমুদ্রতট। তার উপর মানুষের দেখা নেই। সব মিলিয়েই যেন প্রেতপুরী বাঙালি আরশিনগর। দেখুন সেই ছবি
শুধু ওল্ড দিঘা নয়। বাঙালির এক টুকরো বেড়ানোর জানালা নিউ দিঘাও তছনছ করে দিয়েছে সাইক্লোন ইয়াশ। জলের তোড়ে ভেঙে গিয়েছে সমুদ্রতট। তার উপর মানুষের দেখা নেই। সব মিলিয়েই যেন প্রেতপুরী বাঙালি আরশিনগর। দেখুন সেই ছবি
advertisement
2/5
  ওল্ড দিঘা থেকে নিউ দিঘা সমুদ্রতটের বিস্তীর্ণ এলাকায় একটিও দোকানের শাটার আস্ত নেই।  ভেঙে গিয়েছে ছোট বহু বাড়িঘর।
ওল্ড দিঘা থেকে নিউ দিঘা সমুদ্রতটের বিস্তীর্ণ এলাকায় একটিও দোকানের শাটার আস্ত নেই। ভেঙে গিয়েছে ছোট বহু বাড়িঘর।
advertisement
3/5
নিউ দিঘার সমুদ্রতট খাঁ খাঁ করছে। ভেঙে গিয়েছে বাঁধানো সি বিচ।
নিউ দিঘার সমুদ্রতট খাঁ খাঁ করছে। ভেঙে গিয়েছে বাঁধানো সি বিচ।
advertisement
4/5
রূপসী দিঘার হাল ফেরাতে নতুন কমিটি তৈরি করেছেন মুখ্যমন্ত্রী। দায়িত্ব দেওয়া হয়েছে আলাপন বন্দ্য়োপাধ্যায়কে।
রূপসী দিঘার হাল ফেরাতে নতুন কমিটি তৈরি করেছেন মুখ্যমন্ত্রী। দায়িত্ব দেওয়া হয়েছে আলাপন বন্দ্য়োপাধ্যায়কে।
advertisement
5/5
গার্ড ওয়াল মেরামতির পাশাপাশি মুখ্যমন্ত্রীর পছন্দের ঝাউবনের শ্রী কী ভাবে ফিরিয়ে আনা যায় সেই নিয়েও বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে।
গার্ড ওয়াল মেরামতির পাশাপাশি মুখ্যমন্ত্রীর পছন্দের ঝাউবনের শ্রী কী ভাবে ফিরিয়ে আনা যায় সেই নিয়েও বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে।
advertisement
advertisement
advertisement