১২০ টাকা প্রতি কেজি! পেঁয়াজের দামের ঝাঁঝে মধ্যবিত্তের জীবন এখন যেন নিরামিষ

Last Updated:
মঙ্গলবার এক কেজি পেঁয়াজ - ১২০ টাকা। আগামী ২-৩ দিনের মধ্যে যা দেড়শো ছুয়ে ফেলতে পারে। বাজারে গিয়ে অনেকেই তাই পেঁয়াজ থেকে দূরে।
1/4
পেঁয়াজের দাদাগিরি। এতই দাম যে ছোঁয়া যাচ্ছে না। পেঁয়াজ ছাড়া মধ্যবিত্তের জীবন এখন যেন নিরামিষ। বাঙালির ঝালে পেঁয়াজ, ঝোলে পেঁয়াজ। মাছে পেঁয়াজ-মাংসয় পিয়াজ। পেঁয়াজের ঝাঁঝ ছাড়া বাঙালির যেন স্বাদ মেটে না।
পেঁয়াজের দাদাগিরি। এতই দাম যে ছোঁয়া যাচ্ছে না। পেঁয়াজ ছাড়া মধ্যবিত্তের জীবন এখন যেন নিরামিষ। বাঙালির ঝালে পেঁয়াজ, ঝোলে পেঁয়াজ। মাছে পেঁয়াজ-মাংসয় পিয়াজ। পেঁয়াজের ঝাঁঝ ছাড়া বাঙালির যেন স্বাদ মেটে না।
advertisement
2/4
এখন সেই পেঁয়াজের দামের ঝাঁঝে মধ্যবিত্তের চোখে জল। সেঞ্চুরি করেছে পয়লা ডিসেম্বরেই। মঙ্গলবার এক কেজি পেঁয়াজ - ১২০ টাকা। আগামী ২-৩ দিনের মধ্যে যা দেড়শো ছুয়ে ফেলতে পারে। বাজারে গিয়ে অনেকেই তাই পেঁয়াজ থেকে দূরে।
এখন সেই পেঁয়াজের দামের ঝাঁঝে মধ্যবিত্তের চোখে জল। সেঞ্চুরি করেছে পয়লা ডিসেম্বরেই। মঙ্গলবার এক কেজি পেঁয়াজ - ১২০ টাকা। আগামী ২-৩ দিনের মধ্যে যা দেড়শো ছুয়ে ফেলতে পারে। বাজারে গিয়ে অনেকেই তাই পেঁয়াজ থেকে দূরে।
advertisement
3/4
শেওড়াফুলি বাজার চিন্তা আরও বাড়িয়েছে। এটি রাজ্যের দ্বিতীয় বৃহত্তম পাইকারি বাজার। শেওড়াফুলি থেকে পেঁয়াজ যায় হাওড়া-হুগলি-নদিয়ার বিভিন্ন খুচরো বাজারে। সেই শেওড়াফুলি বাজারেই পেঁয়াজের আকাল। নাসিক থেকে জোগান প্রায় বন্ধের মুখে। যার জেরে অনেক আড়ত বন্ধ হওয়ার উপক্রম। নতুন পেঁয়াজ না ওঠা পর্যন্ত দাম আরও বাড়ার আশঙ্কা।
শেওড়াফুলি বাজার চিন্তা আরও বাড়িয়েছে। এটি রাজ্যের দ্বিতীয় বৃহত্তম পাইকারি বাজার। শেওড়াফুলি থেকে পেঁয়াজ যায় হাওড়া-হুগলি-নদিয়ার বিভিন্ন খুচরো বাজারে। সেই শেওড়াফুলি বাজারেই পেঁয়াজের আকাল। নাসিক থেকে জোগান প্রায় বন্ধের মুখে। যার জেরে অনেক আড়ত বন্ধ হওয়ার উপক্রম। নতুন পেঁয়াজ না ওঠা পর্যন্ত দাম আরও বাড়ার আশঙ্কা।
advertisement
4/4
যাঁদের পেঁয়াজ ছাড়া চলত না, তাঁদেরও অনেকে এখন দামের ছ্যাঁকায় পেঁয়াজ কিনছেন না। ফলে অনেক বিক্রেতাও দোকানে পেঁয়াজ রাখছেন না। পেঁয়াজের এই দাদাগিরি আর কতদিন চলবে? ব্যাজার মুখে প্রশ্ন বাজারের।
যাঁদের পেঁয়াজ ছাড়া চলত না, তাঁদেরও অনেকে এখন দামের ছ্যাঁকায় পেঁয়াজ কিনছেন না। ফলে অনেক বিক্রেতাও দোকানে পেঁয়াজ রাখছেন না। পেঁয়াজের এই দাদাগিরি আর কতদিন চলবে? ব্যাজার মুখে প্রশ্ন বাজারের।
advertisement
advertisement
advertisement