রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যজুড়ে করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৩৬২ জন। আগেরদিন এই সংখ্যাটা ছিল ২৮৮ জন। এদিনও সংক্রমণের নিরিখে শীর্ষ কলকাতা। একদিনে তিলোত্তমায় মোট ১৩৯ জন করোনা সংক্রমিত হয়েছেন। এই পরিস্থিতিতে শহরবাসীর বুস্টার ডোজ (Booster Dose) নেওয়ার অনীহা নিয়ে উদ্বিগ্ন কলকাতা পুরসভা।
রোগ প্রকোপের ভয়াবহতা কাটিয়ে সবে যখন দেশ ধাতস্থ হচ্ছে, তখন করোনার সংক্রমণ হঠাৎ করে গতি পাওয়ায় বাড়ছে উদ্বেগ। ফলে বাড়ছে চতুর্থ ঢেউয়ের ভয়। ইতিমধ্যেই রাজ্যে করোনা আক্রান্ত একজনের নমুনায় মিলেছে ওমিক্রনের মিশ্র প্রজাতির খোঁজ! ওমিক্রন BA.4 এবং BA.5 মিশ্র প্রজাতির নমুনা ধরা পড়েছে কল্যাণীর NIBMG এর জিনোম সিকোয়েন্সিংয়ে।
গোটা দেশের পাশাপাশি রাজ্যে বাড়ছে উদ্বেগ। বাড়ানো হচ্ছে সতর্কতা। প্রশাসনের পক্ষ থেকে মাস্ক পরার নির্দেশ দেওয়া হয়েছে। মানতে বলা হয়েছে কোভিডবিধি। ভিড় এড়িয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরাও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড পরীক্ষা করিয়েছেন ১১,২৫৮ জন। কোভিড আক্রান্ত হয়ে গৃহবন্দী আছেন ১৩৬৩ জন। হাসপাতালে ভর্তি আছেন ৪৩ জন। (Omicron BA.4, BA.5 Variant)