Bharat Bandh News: ভারত বন্‌ধ, ৯ জুলাই কি ওলা-উবার বন্ধ থাকছে? কলকাতার আশপাশে আসল পরিস্থিতিটা কেমন?

Last Updated:
ব্যাঙ্ক কর্মচারীদের একটি সংগঠন জানিয়েছে, বুধবারের ভারত বনধে ব্যাঙ্কিং সেক্টর অংশ নেবে। অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (এআইবিইএ) অনুমোদিত বেঙ্গল প্রভিন্সিয়াল ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন প্রকাশ্যে ধর্মঘটকে সমর্থন জানিয়েছে। বিমা ক্ষেত্রেও এর প্রভাব দেখা যাবে বলে মনে করা হচ্ছে৷
1/5
শ্রম কোড বাতিল, সমকাজে সম বেতন, কেন্দ্রীয় সরকারের ‘কর্পোরেটপন্থী এবং শ্রমিক বিরোধী’ নীতির বিরোধিতা করার লক্ষ্যে ‘ভারত বনধের’ ডাক দিয়েছে ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ম ও তাদের সহযোগী সংগঠনগুলি৷ কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্যের কাছে ১৭ দফা দাবিনামা জমা দেওয়া হয়েছিল। সেগুলিকে ইস্যু করেই এই ভারত বনধের ডাক দেওয়া হয়েছে। হিন্দ মজদুর সভার নেতা হরভজন সিং সিধু জানিয়েছেন, 'ধর্মঘটের কারণে ব্যাঙ্কিং, ডাক, কয়লা খনি, কারখানা এবং রাজ্য পরিবহণ পরিষেবা প্রভাবিত হবে।'
শ্রম কোড বাতিল, সমকাজে সম বেতন, কেন্দ্রীয় সরকারের ‘কর্পোরেটপন্থী এবং শ্রমিক বিরোধী’ নীতির বিরোধিতা করার লক্ষ্যে ‘ভারত বনধের’ ডাক দিয়েছে ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ম ও তাদের সহযোগী সংগঠনগুলি৷ কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্যের কাছে ১৭ দফা দাবিনামা জমা দেওয়া হয়েছিল। সেগুলিকে ইস্যু করেই এই ভারত বনধের ডাক দেওয়া হয়েছে। হিন্দ মজদুর সভার নেতা হরভজন সিং সিধু জানিয়েছেন, 'ধর্মঘটের কারণে ব্যাঙ্কিং, ডাক, কয়লা খনি, কারখানা এবং রাজ্য পরিবহণ পরিষেবা প্রভাবিত হবে।'
advertisement
2/5
ব্যাঙ্ক কর্মচারীদের একটি সংগঠন জানিয়েছে, বুধবারের ভারত বনধে ব্যাঙ্কিং সেক্টর অংশ নেবে। অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (এআইবিইএ) অনুমোদিত বেঙ্গল প্রভিন্সিয়াল ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন প্রকাশ্যে ধর্মঘটকে সমর্থন জানিয়েছে। বিমা ক্ষেত্রেও এর প্রভাব দেখা যাবে বলে মনে করা হচ্ছে৷
ব্যাঙ্ক কর্মচারীদের একটি সংগঠন জানিয়েছে, বুধবারের ভারত বনধে ব্যাঙ্কিং সেক্টর অংশ নেবে। অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (এআইবিইএ) অনুমোদিত বেঙ্গল প্রভিন্সিয়াল ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন প্রকাশ্যে ধর্মঘটকে সমর্থন জানিয়েছে। বিমা ক্ষেত্রেও এর প্রভাব দেখা যাবে বলে মনে করা হচ্ছে৷
advertisement
3/5
৯ জুলাই ভারত বনধের জেরে স্কুল-কলেজ বন্ধ রাখার কোনও সরকারি নির্দেশিকা জারি করা হয়নি। তবে দেশব্যাপী ধর্মঘটে বিপুল সংখ্যক বিদ্যুৎ খাতের কর্মচারীদের অংশগ্রহণের করতে পারে। এই ক্ষেত্রের ২৭ লক্ষেরও বেশি শ্রমিক ভারত বনধে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে৷
৯ জুলাই ভারত বনধের জেরে স্কুল-কলেজ বন্ধ রাখার কোনও সরকারি নির্দেশিকা জারি করা হয়নি। তবে দেশব্যাপী ধর্মঘটে বিপুল সংখ্যক বিদ্যুৎ খাতের কর্মচারীদের অংশগ্রহণের করতে পারে। এই ক্ষেত্রের ২৭ লক্ষেরও বেশি শ্রমিক ভারত বনধে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে৷
advertisement
4/5
সার্বিক ভাবে রেল পরিষেবা ব্যাহত না হলেও বে কয়েক জায়গায় রেল অপরোধের ঘটনা সকাল থেকেই ঘটছে৷ বাস পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা করা হলেও বুধবার রাজ্যজুড়ে বাস পরিষেবায় তেমন প্রভাব পড়েনি ভারত বনধের৷ তবে অনেক জেলায় বেসরকারি বাস রাস্তায় না নামলেও সরকারি বাস দেখা গিয়েছে৷ জেলাস্তরে কোথাও কোথাও সড়ক পথ অবরোধের খবর পাওয়ার গেলেও কলকাতায় বাস পরিষেবা সচল৷
সার্বিক ভাবে রেল পরিষেবা ব্যাহত না হলেও বে কয়েক জায়গায় রেল অপরোধের ঘটনা সকাল থেকেই ঘটছে৷ বাস পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা করা হলেও বুধবার রাজ্যজুড়ে বাস পরিষেবায় তেমন প্রভাব পড়েনি ভারত বনধের৷ তবে অনেক জেলায় বেসরকারি বাস রাস্তায় না নামলেও সরকারি বাস দেখা গিয়েছে৷ জেলাস্তরে কোথাও কোথাও সড়ক পথ অবরোধের খবর পাওয়ার গেলেও কলকাতায় বাস পরিষেবা সচল৷
advertisement
5/5
জানা গিয়েছিল, ৯ জুলাই, বুধবারের ভারত বনধে ব্যাহত হতে পারে ওলা, উবারের মতো অ্যাপ ক্যাব পরিষেবা৷ সর্বভারতীয় ক্ষেত্রে তেমনই ইঙ্গিত দিয়েছিলেন অ্যাপ ক্যাব চালকদের একাধিক সংগঠন৷ তবে, এদিন কলকাতা ও তার আশপাশে অ্যাব ক্যাব পরিষেবা চালু৷ অ্যাপ ক্যাবে করে অনেকেই সকাল সকাল অফিস সহ নিজস্ব গন্তব্যে পৌঁছতে পেরেছেন৷ শিয়ালদহের মতো ব্যস্ততম জায়গাতেও পর্যাপ্ত ট্যাক্সি, ওলা-উবারের মতো অ্যাপ ক্যাব পাওয়ার গিয়েছে৷
জানা গিয়েছিল, ৯ জুলাই, বুধবারের ভারত বনধে ব্যাহত হতে পারে ওলা, উবারের মতো অ্যাপ ক্যাব পরিষেবা৷ সর্বভারতীয় ক্ষেত্রে তেমনই ইঙ্গিত দিয়েছিলেন অ্যাপ ক্যাব চালকদের একাধিক সংগঠন৷ তবে, এদিন কলকাতা ও তার আশপাশে অ্যাব ক্যাব পরিষেবা চালু৷ অ্যাপ ক্যাবে করে অনেকেই সকাল সকাল অফিস সহ নিজস্ব গন্তব্যে পৌঁছতে পেরেছেন৷ শিয়ালদহের মতো ব্যস্ততম জায়গাতেও পর্যাপ্ত ট্যাক্সি, ওলা-উবারের মতো অ্যাপ ক্যাব পাওয়ার গিয়েছে৷
advertisement
advertisement
advertisement